যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে লড়ছে এআই প্রার্থী, হতে চায় প্রথম ‘এআই এমপি’
আগামী মাসে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। আর সেই নির্বাচনে পার্লামেন্ট সদস্য (এমপি) পদে প্রার্থী হয়েছে এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রার্থী।
'এআই স্টিভ'কে নির্বাচনে দাঁড় করিয়ে অভিনব এই কাণ্ড ঘটিয়েছেন সাসেক্সের ব্যবসায়ী স্টিভ এন্ডাকট। প্রথম 'এআই এমপি' হতে চায় স্টিভ।
৪ জুলাইয়ের সাধারণ নির্বাচনে এআই স্টিভ লড়বে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের ব্রাইটন অ্যান্ড হোভ-এর ব্রাইটন প্যাভিলিয়ন এলাকা থেকে। এতদিন এ আসনে এমপি ছিলেন গ্রিন পার্টির ক্যারোলিন লুকাস।
এআই স্টিভের নেপথ্যের মানুষ স্টিভ এন্ডাকট স্বকথিত উদ্যোক্তা। এন্ডাকট থাকেন রকডেইল-এ, তবে ব্রাইটনে তার বাড়ি আছে।
এন্ডাকট নিউরাল ভয়েস নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানির চেয়ারম্যান। তবে ভ্রমণ খাতে তিনি বিপুল টাকা কামিয়েছেন।
এন্ডাকটের দাবি, তিনি এআই স্টিভের দেওয়া মতামত নিয়ে পার্লামেন্টে যাবেন নীতি প্রণয়নে ভোট দিতে।
এক সাক্ষাৎকারে এন্ডাকট বলেন, 'এআই স্টিভ হচ্ছে এআই কো-পাইলট। পার্লামেন্টে রক্ত-মাংসের রাজনীতিবিদ হিসেবে যাব আমি, তবে আমি নিয়ন্ত্রিত হব আমার কো-পাইলটের হাতে।'
তিনি দাবি করছেন, এআই এমপি তার আসনের সমস্যা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। এন্ডাকটের কণ্ঠ ও অ্যাভাটারের প্রতিরূপ ব্যবহার করবে এআই স্টিভ।
এন্ডাকট তার ওয়েবসাইটে লিখেছেন, 'ব্রাইটন অ্যান্ড হোভের মানুষ যেন সপ্তাহে সাত দিন চব্বিশ ঘণ্টা মতামত দিতে ও নীতি প্রণয়নে অংশ নিতে পারেন, সেজন্য এআই স্টিভকে সৃষ্টি করা হয়েছে।'
৫৯ বছর বয়সি এন্ডাকট নিজেকে দাবি করেন 'সমাজতান্ত্রিক বিবেকসম্পন্ন পুঁজিবাদী' হিসেবে।
তিনি বলেন, 'স্টিভ এসেছে কর্মজীবী শ্রেণি থেকে, তার মা কাজ করতেন টেসকো-তে আর বাবা শেপি ডকে জাহাজের মাল খালাস করতেন।'
পরিবেশ বিষয়ে এন্ডাকট বলেন, 'স্টিভ বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন, তবে সে বাস্তবসম্মত ও প্রণয়নযোগ্য সবুজ নীতি বাস্তবায়ন করতে চায় বলে গ্রিন পার্টিতে যোগ দিতে দ্বিধাগ্রস্ত।'
এন্ডাকটের দল স্মার্টার ইউকে নির্বাচনে সময়মতো নিবন্ধন করতে পারেনি। কাজেই এআই স্টিভ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নামবে।
এন্ডাকট ২০২২ সালের স্থানীয় নির্বাচনে রকডেলে কনজারভেটিভদের হয়ে লড়েছিলেন। তবে জয়ী হতে পারেননি।