দার্জিলিংয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, নিহত ১৫
দার্জিলিংয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আজ সোমবার (১৭ জুন) সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরে নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মধ্যবর্তী জায়গায় পেছন থেকে আসা একটি মালবাহী ট্রেনের ধাক্কায় এ দুঘটনা ঘটে।
ভারতীয় সংবাদসংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এপর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন।
ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)সহ সংশ্লিষ্ট অন্যান্য উদ্ধারকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
ভারতীয় রেলওয়ের তরফে দুর্ঘটনার দায় চাপানো হয়েছে মালগাড়ির চালকের উপরে। রেল কর্তৃপক্ষের দাবি, মালগাড়ির চালক সিগন্যাল না মেনেই এগিয়ে যান। তার জেরে দুর্ঘটনা ঘটেছে।
এরমধ্যেই ক্ষতিপূরণের কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু ১০ লাখ টাকা দেওয়া হবে। যাঁরা গুরুতর আহত হয়েছেন, তাঁদের আড়াই লাখ টাকা দেওয়া হবে। যাঁরা অল্পবিস্তর চোট পেয়েছেন, তাঁদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।