ব্রিকসে যুক্ত হতে শীঘ্রই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে মালয়েশিয়া
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে যুক্ত হতে চায় মালয়েশিয়া। চীনা সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকালে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এমনটাই জানিয়েছেন।
আনোয়ার ইব্রাহিম জানান, মালয়েশিয়া সরকার শীঘ্রই এই ব্লকে যোগদানের প্রক্রিয়া শুরু করবে। এর আগে এটি বর্তমান ব্রিকসের চেয়ার দক্ষিণ আফ্রিকার কাছ থেকে যোগদানের প্রস্তাব পেয়েছে।"
আনোয়ার ইব্রাহিম বলেন, "আমরা আমাদের নীতি পরিষ্কার করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি। আমরা শীঘ্রই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করব।"
এছাড়াও আনোয়ার ইব্রাহিম আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্যের সমালোচনা করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার মন্তব্যকে সমর্থন করেছেন।
২০০৬ সালে গ্রুপটি ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের সমন্বয়ে প্রতিষ্ঠা লাভ করে। এরপর দক্ষিণ আফ্রিকা ২০১০ সালে যোগদান করলে জোটটির নাম হয় ব্রিকস।
আর চলতি বছরের জানুয়ারি মাসে ব্লকটিতে মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম বলেন, "চীনের উত্থান আমাদেরকে আশার আলো দেখিয়েছে; বিশ্বে ভারসাম্য তৈরি করেছে।" একইসাথে এশিয়ান মূল্যবোধকে পুনরুজ্জীবিত করার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করেছেন।
আনোয়ার ইব্রাহিম বলেন, "আমি যখন প্রথম প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করি, তখন আমি অভিভূত হয়েছিলাম। কারণ প্রেসিডেন্ট শি এমন কয়েকজন অসামান্য নেতাদের মধ্যে একজন যারা সভ্যতার কথা বলেন। এক অর্থে, তিনি অনন্য।"
অনুবাদ: মোঃ রাফিজ খান