অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে কোনো রকমে সিরিজ জিতে গেলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরে বসে বাংলাদেশ। এমন পারফরম্যান্সের কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে সেভাবে প্রত্যাশা করা হয়নি। কিন্তু সেই দলটিই তিন ম্যাচ জিতে উঠে গেছে সুপার এইটে, আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে মাঠে নামছে তারা।
ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। ম্যাচটি অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে। টস ৬টার সময়ের হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ১৫ মিনিট পরে হয়।
বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিক। তার জায়গার নেওয়া হয়েছে ডানহাতি অলরাউন্ডার শেখ মেহেদি হাসানকে। মূলত স্পিন বিভাগকে আর শক্তিশালী করতে বাংলাদেশের এই পরিবর্তন। অস্ট্রেলিয়ার একাদশে ২টি পরিবর্তন এসেছে, ফিরেছেন প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০টি ম্যাচ খেলে চারটিতে জিতেছে বাংলাদেশ। সবগুলো জয়ই ঘরের মাঠে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মিরপুরে পাঁচ ম্যাচের সিরিজে অজিদের ৪-১ ব্যবধানে হারায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বাদ নেওয়া হয়নি, ৫ ম্যাচের সব কটিই জিতেছে অজিরা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।