টি-টোয়েন্টি বিশ্বকাপে যে রেকর্ডের চূড়ায় কেবল সাকিব
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/06/22/shakib.jpeg)
৩টি উইকেটের অপেক্ষা ছিল, তাতেই ছুঁয়ে ফেলতে পারতেন দারুণ এক মাইলফলক। কিন্তু চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচে কোনো উইকেটই পাননি সাকিব আল হাসান। নেপালের বিপক্ষে ২ উইকেট নিয়ে খুব কাঁছে পৌঁছান, আজ ভারতের বিপক্ষে পূর্ণ করে নিলেন অসাধারণ এক হাফ সেঞ্চুরি।
রোহিত শর্মাকে ফিরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট নিলেন সাকিব। এই মাইলফলকে পৌঁছাতে তাকে খেলতে হয়েছে ৪২টি ম্যাচ (আজকের ম্যাচসহ)। যদিও ৪২ ম্যাচ খেললেও ৩৯ ইনিংসে বল করেছেন বাঁহাতি এই অভিজ্ঞ স্পিনার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেকদিন ধরেই শীর্ষ উইকেটশিকারি সাকিব। এবার নিজেকে তিনি এমন রেকর্ডের চূড়ায় তুললেন, যেখানে আর কেউ নেই। সাকিবের আশেপাশেও কেউ নেই, দুইয়ে থাকা শহীদ আফ্রিদির সঙ্গে তার ব্যবধান বেশ।
পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার ৩৯টি উইকেটের মালিক। ৩৮ উইকেট নিয়ে তালিকার তিন নম্বরে শ্রীলঙ্কার সাবেক পেসার লাষিত মালিঙ্গা। বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে সাকিবের পর সবচেয়ে বেশি উইকেট শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গার, চারে থাকা ডানহাতি এই লেগ স্পিনারের শিকার ৩৭ উইকেট।
প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা সাকিবকে কোনোবার বিশ্ব আসরকে মিস করতে হয়নি, প্রতিটি বিশ্বকাপে খেলেছেন তিনি। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। বিশ্বকাপে তার সেরা বোলিং পাপুয়া নিউ গিনির বিপক্ষে, ২০২১ এর আসরে ৪ ওভারে মাত্র ৯ রানে ৪ উইকেট নেন তিনি।