ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে আটক ১০
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৩ জুন) ভূমি ভবনে ভাইভা চলাকালে তাদেরকে আটক করা হয়। ভূমি ও জরিপ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে মৌখিক পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এক সদস্য বলেন, "আটকৃত পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষায় বেশ ভালো নম্বর পেয়েছিল। তাদেরকে লিখিত পরীক্ষা প্রশ্ন থেকে জিজ্ঞাসা করা হলে উত্তর দিতে ব্যর্থ হন। পরবর্তীতে হাতের লেখা পরীক্ষা করে মিল পাওয়া যায়নি।"
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের মার্চে ১৫টি পদে ৩,০১৭ জন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। এর পরিপ্রেক্ষিতে গত ৭ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিনই প্রকাশিত হয় লিখিত পরীক্ষার ফলাফল। রোববার থেকে শুরু হয় সার্ভেয়ার, ড্রাফটসম্যান এরিয়া, এস্টিমেটর সিট কিপার, প্রভার সার্ভেয়ার পদের মৌখিক পরীক্ষা। আগামী ২৭ জুন পর্যন্ত চলবে এই পরীক্ষা।
রোববার প্রথম দিনের মৌখিক পরীক্ষা চলকালে প্রক্সি দেওয়া ১০ চাকরি প্রত্যাশীকে আটক করা হয়। লিখিত পরীক্ষার খাতার সঙ্গে হাতের লেখার মিল না পাওয়ায় আটক করা হয় তাদের।
এদিকে, মৌখিক পরীক্ষা শেষ হয় সন্ধ্যা পৌনে ৭টার দিকে। পরে আটকৃত শিক্ষার্থীদের বিষয়ে পদক্ষেপ নিতে বৈঠকে বসেন অধিদপ্তরের কর্মকর্তারা।
জানতে চাইলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক মো. ইসমাইল হোসেন বলেন, "প্রক্সি দেওয়ার ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছিল। পরবর্তীতে তাদের পুলিশে দেওয়া হয়েছে।"