রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত
রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১১টার দিকে ক্যান্টনমেন্ট এলাকার সুমাত্রা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- সিফাতুর রহমান সাফিন ওরফে রাহুল (২১) এবং রাফি (১৬)।
নিহতদের চাচা মনির হোসেন জানান, তাদের বাসা মিরপুর বাউনিয়াবাঁধ এলাকায়। রাতে রাহুল ও তার ছোট ভাই রাফি কালশী যাচ্ছিল মোটরসাইকেলের তেল আনতে। ইসিবি চত্বর দিয়ে কালশী যাওয়ার পথে একটি দ্রুতগতির মাটিবাহী ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পথচারীরা তাদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মাঝরাতে রাহুলকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মারা যায় রাফি।
জানা গেছে, রাহুল ও রাফির বাবার নাম জহিরুল ইসলাম পনির। তাদের মা জর্ডান প্রবাসী। দুর্ঘটনার সময় রাহুল মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম জানান, ঘটনার পরপর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। পরিবারের আবেদনে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।