ঘুম কাণ্ডে দলের সবার কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন, জানালেন সাকিব
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এই ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ। টস হলো, জানানো হলো একাদশ। যেখানে নেই তাসকিন আহমেদের নাম। ডানহাতি অভিজ্ঞ এই পেসার একাদশে না থাকায় অনেকেই বিস্ময় প্রকাশ করেন। তখন জানা যায়নি তাসকিনের দলে না তাকার কারণে। কদিন পরে একটি বেসরকারি টেলিভিশনের খবরে বলা হয়, ঘুম থেকে দেরিতে ওঠায় টিম মাসে মাঠে যেতে পারেননি তাসকিন। এ কারণে একাদশে ছিলেন না তিনি।
বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও তা কেটে গেছে সাকিব আল হাসানের বক্তব্যে। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে মেজর সকার ক্রিকেট (এমএলসি) লিগ খেলতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে অভিজ্ঞ এই অলরাউন্ডার জানিয়েছেন, তাসকিন দেরি করে মাঠে যাওয়ায় এমন অবস্থা তৈরি হয় যে, তখন তাকে একাদশে নির্বাচন করাটা কঠিন ছিল টিম ম্যানেজমেন্টের জন্য। এই ঘটনায় দলের সবার কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন এবং ব্যাপারটি ওখানেই শেষ হয়ে গেছে।
তাসকিনকে নিয়ে করা সেই টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, তার দেরি করে মাঠে যাওয়া, একাদশে না থাকা; দলের অভ্যন্তরীণ এই বিষয়টি তাদেরকে জানিয়েছেন বিসিবির এক কর্তা। এ বিষয়ে জানতে চাইলে সাকিব বলেন, 'আমি জানি না এটা কী জন্য হয়েছে। হয়তো কোনো ব্যাখ্যা দিতে গিয়ে হয়েছে কিনা। জানি না যে তাসকিন কী কারণে খেলে নাই। কারণ সে তো দলের সহ-অধিনায়ক। বলতে গেলে অটোমেটিক চয়েজ। তো যখন সে খেলবে না, স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসে। এবং সেটার ব্যাখ্যা তো দিতে হবে। এখন সেই কারণে বলেছে কিনা, যেই বলেছে, আমি তো সেটা বলতে পারব না।'
সেদিন কী হয়েছিল, এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, 'যেটা হয়েছিল, টিম বাস তো একটা সময়ে ছাড়ে। আর ক্রিকেটে আমরা যারা খেলোয়াড় আছি, তাদের এটা একটা রুলসই। স্বাভাবিকভাবে বাস কখনই অপেক্ষা করে না। যদি কেউ এরকম কখনও মিস করে, তারা হয়তো পরের গাড়ি নিয়ে আসে। টিম ম্যানেজারের গাড়ি থাকে কিংবা ট্যাক্সি থাকে। ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা কঠিন জায়গা, ওখানে টান্সপোর্টের সাপোর্ট অনেক কঠিন ছিল।'
'তাসকিন মাঠে পৌঁছেছিল টস হওয়ার ৫-১০ মিনিট আগে, খুবই কাছাকাছি সময়ে। তো স্বাভাবিকভাবেই ওই সময়টা কঠিন ছিল টিম ম্যানেজমেন্টের জন্য ওকে সিলেক্ট করা। কোন অবস্থায় থাকে একজন খেলোয়াড় এমন পরিস্থিতিতে, তার জন্যও কঠিন। স্বাভাবিকভাবেই তাসকিন পুরো দলের কাছে ক্ষমা চেয়েছে। দলের সবাই এটা স্বাভাবিকভাবেই নিয়েছে। মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে। অনিচ্ছাকৃত ভুল সবারই হয়ে থাকে। তো ও সেটা স্বীকার করেছে এবং তারপর ওখানেই ওটা শেষ হয়ে গেছে।'
তাসকিনকে দলের সঙ্গে নিয়ে যাওয়াটা টিম ম্যানেজমেন্টের দায়িত্বের মধ্যে পড়ে কিনা জানতে চাইলে সাকিব জানান, পেশাদারিত্বর এই পর্যায়ে ব্যাপারগুলো এভাবে হয় না। তার ভাষায়, 'দেখেন, এই জিনিসগুলো এই রকম হয় না। ক্রিকেটের নিয়মে এই জিনিসগুলো নেই। ঘর থেকে ডেকে এনে, দল অপেক্ষা করবে, এই জিনিসগুলো হয় না। টিম কখনও অপেক্ষা করে না। এটা কোথাও হয় না। আমরা যখন থেকে বয়সভিত্তিক ক্রিকেট খেলে আসছি, আমার মনে আছে এমনও হয়েছে খেলোয়াড় পেছনে দৌঁড়াচ্ছে, দরজা লেগে গেছে; বাস চলে যাচ্ছে। তো বাস কখনও থামে না। এক জনের জন্য পুরো দল আসলে থেমে থাকে না।'