আবারও শাহবাগ অবরোধ কোটাবিরোধীদের
২০১৮ সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জমায়েত হয় শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং বেলা ১২টা ১৫ মিনিটে শাহবাগে অবরোধ করে।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম বলেন, "আজকের আন্দলোনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে সমবেত হয়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। আজকে আমরা এক ঘন্টা অবরোধ করে চলে যেতে আসিনি। আমরা দাবি আদায় করে ফিরতে চাই।"