কোপা খেলতে ইউরোপিয়ান দলগুলোকে আমন্ত্রণ মেসিদের কোচের
আন্তর্জাতিক ফুটবলে বিশ্বকাপই সর্বশেষ কথা। এরপরই আসে বিভিন্ন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরগুলো। যেখানে ইউরো আর কোপা আমেরিকা নিয়েই আলোচনা চলে বেশি। তবে প্রতিবারই একটা প্রশ্ন সামনে চলে আসে, কোনটি জেতা বেশি কঠিন? ইউরো নাকি কোপা আমেরিকা?
গত কয়েকটি ইউরো ধরেই অংশ নিচ্ছে ২৪টি দল। যেখানে কোপা আমেরিকায় কখনও ১০, কখনও বা ১২টি দল অংশ নিয়ে থাকে। এবার খেলছে ১৬টি দল। কানাডার বিপক্ষে সেমি-ফাইনালের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে উত্তর দিতে হলো- ইউরো আর কোপার মধ্যে কোনটি বেশি কঠিন।
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা কোচ সরাসরি কোনো উত্তর দেননি। তবে তিনি ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, কোপা জেতা কোনো অংশেই ইউরো জেতার চেয়ে কম নয়, 'একটির থেকে আরেকটি কঠিন নয়। এখানে অনেকগুলো বিষয় কাজ করে। ইউরোতে যে দলগুলো সেমি-ফাইনালে উঠেছে তাদের অনেককেই আমরা বিশ্বকাপে হারিয়েছি। কিন্তু তার মানে এই না যে আমরা ইউরোতে খেলতে গেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবো।'
এরপর স্কালোনি ইউরোর দলগুলো থেকে একটিকে কোপা আমেরিকায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। সেইসঙ্গে কোপা আমেরিকা খেলা দলগুলোর একটিও যেন ইউরোতে অংশ নিতে পারে সেটির ইচ্ছাও প্রকাশ করেছেন, 'আমি চাই ইউরোর কোনো একটি দলকে কোপায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হোক। তাহলে তারা বুঝতে পারবে এখানে খেলার ধরনটা কেমন। কোপা থেকেও একটি দলকে ইউরোতে ডাকা হোক। তারাও বুঝতে পারবে ইউরোতে খেলতে কেমন লাগে।'
উল্লেখ্য, কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬টায় কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এবারই প্রথম কোপা আমেরিকায় খেলছে কানাডা। প্রথমবারেই সেমি-ফাইনালে উঠে গেছে দলটি। গ্রুপ পর্বে কানাডাকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।