দেশের প্রথম ভ্যাকসিনের মেধাসত্ত্ব নিবন্ধনের অনুমোদন দিল চীন
প্রতিষেধক উৎপাদনের জন্য চীনের বিশেষায়িত বেসরকারি প্রতিষ্ঠান- ক্যানসাইনো বায়োলজিক্স ইঙ্ক। কোম্পানিটি সম্প্রতি দেশটির কর্তৃপক্ষের কাছ থেকে তাদের তৈরি Ad5-nCOV নামক কোভিড-১৯ ভ্যাকসিনের মেধাস্বত্ব নিবন্ধনের অনুমোদন পেয়েছে। যার মাধ্যমে এই প্রথম দেশে উদ্ভাবিত কোনো ভ্যাকসিনের উদ্ভাবনা কৌশল বা বৈজ্ঞানিক ফর্মুলা সুরক্ষার স্বীকৃতি দিল বেইজিং।
রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির মেধাস্বত্ব অধিকার নিয়ন্ত্রক সংস্থার বরাত দিয়ে আজ সোমবার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে। পিপলস ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, দেশে উদ্ভাবিত প্রথম ভ্যাকসিন হিসেবে ক্যানসাইনোর প্রার্থী ভ্যাকসিনের নিবন্ধন দেওয়া হয়েছে। গত ১১ আগস্ট চীনের জাতীয় মেধাস্বত্ব অধিকার প্রশাসন এ অনুমোদন দিয়েছে বলে পত্রিকাটি উল্লেখ করে। খবর রয়টার্সের।
এর আগে সৌদি আরব জানায়, চলতি মাসেই তারা ক্যানসাইনো উদ্ভাবিত প্রার্থী ভ্যাকসিনের তৃতীয় স্তরের পরীক্ষামূলক প্রয়োগ চালাবে নিজ দেশে। এছাড়াও, ক্যানসাইনো জানায়; রাশিয়া, ব্রাজিল এবং চিলিতে তাদের উৎপাদিত প্রতিষেধকটি মানবদেহে পরীক্ষার শেষ গুরুত্বপূর্ণ এ স্তরে পরীক্ষার উদ্দেশ্যে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে।
এদিকে চীনা কর্তৃপক্ষের প্যাটেন্ট বা মেধাস্বত্ব অনুমোদন পাওয়ার খবরে হংকং পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানিটির শেয়ারদর ১৪ শতাংশ বাড়ে সোমবার সকালের লেনদেনে। আর সাংহাই বাজারে (স্থানীয় সময়) দুপুর নাগাদ এর শেয়ারের দর চড়ে ৬.৬ শতাংশ হারে।