'চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার': স্লোগানে উত্তপ্ত খুলনা বিশ্ববিদ্যালয়
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের অপমান করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে মিছিল করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।
সোমবার রাত ১ টার দিকে কয়েক'শ শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসের হাদি চত্বরের সামনে অবস্থান নেন। পরে সেখান থেকে মিশিল দিয়ে তারা শহরের জিরো পয়েন্ট এলাকায় গিয়ে অবস্থান করেন।
শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে তারা চরম ক্ষুব্ধ। এর প্রতিবাদ জানাতেই তারা বিক্ষোভ মিছিল করছেন।
এই প্রতিবাদ মিছিলে 'তুমি কে আমি কে, রাজাকার রাজাকার', 'কে বলেছে কে বলেছে, সরকার সরকার', 'চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার'—বলে স্লোগান দেন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, খুবির কয়েকটি হলের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এই মিছিলে অংশগ্রহণ করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বর্তমান কোটা ব্যবস্থা অন্যায় ও বৈষম্যমূলক। তারা মনে করেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া উচিত।
এর আগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল (রোববার) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করেন।