শাহরুখ, রনবীর সিং সহ বরযাত্রীদের ২ কোটি রুপির ঘড়ি উপহার অনন্ত আম্বানির
শাহরুখ খান এবং রণবীর সিং সহ বরযাত্রীদের ২ কোটি রুপি মূল্যের অডেমারস পিগুয়েট ঘড়ি উপহার দিয়ে অবাক করে দিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ সন্তান অনন্ত আম্বানি।
ভারতের ফার্মাসিউটিক্যাল মোগল বীরেন মার্চেন্ট এর মেয়ে রাধিকা মার্চেন্টের সাথে ১২ জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে একটি জমকালো অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন আম্বানিপুত্র অনন্ত আম্বানি।
বেশ কয়েকজন অতিথি উপহারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। ৪১ মিলিমিটারের প্রতিটি অডেমারস পিগুয়েট ঘড়িতে ১৮ ক্যারট গোলাপি সোনায় মোড়ানো কেস রয়েছে, যার পিছনে একটি নীলকান্তমণি ক্রিস্টাল এবং একটি স্ক্রু-লক করা মুকুট রয়েছে।
গোলাপি সোনার-টোনড ডায়ালটিতে গ্র্যান্ড ট্যাপিসেরি প্যাটার্ন, নীল কাউন্টার এবং আলোকিত রয়্যাল ওক কাটা রয়েছে। এটি ম্যানুফ্যাকচার ক্যালিবার ৫১৩৪ সেলফ-ওয়াইন্ডিং মুভমেন্টে চলে [স্ব-ওয়াইন্ডিং ঘড়ি যা বায়ুমণ্ডলের তাপমাত্রা বা চাপের পরিবর্তন থেকে শক্তি অর্জন করে] যার মধ্যে রয়েছে সপ্তাহের ইঙ্গিত, দিন, তারিখ, জ্যোতির্বিদ্যা সংক্রান্ত চাঁদের হিসাব, মাস, লিপ ইয়ারের নির্দেশক, ঘণ্টা এবং মিনিট সহ একটি চিরস্থায়ী ক্যালেন্ডার।
৪০--ঘণ্টা পাওয়ার রিজার্ভ সম্বলিত ঘড়িটিতে রয়েছে ১৮ ক্যারেট গোলাপি সোনার ব্রেসলেট, একটি এপি ফোল্ডিং বাকল এবং একটি অতিরিক্ত নীল অ্যালিগেটর স্ট্র্যাপ। এটি ২০ মিটার পর্যন্ত পানি-প্রতিরোধী।
১২ জুলাই অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের তারকা খচিত বিয়েতে বলিউডের তারকা এবং বিখ্যাত খেলোয়াররা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন শাহরুখ খান, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, কৃতি স্যানন, অনন্যা পান্ডে, শানায়া কাপুর, ঐশ্বরিয়া রাই, বরুণ ধাওয়ান, রজনীকান্ত, অনিল কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস।
আম্বানিপুত্রের বিয়েতে বিশ্বের সবচেয়ে ধনী এবং বিখ্যাত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, মেটা প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি সহ আরো নামি-দামি ব্যক্তি উপস্থিত ছিলেন।
ভারতীয় গণমাধ্যম টাইমস নাও এক প্রতিবেদনে জানিয়েছে, এ বিয়েতে চার হাজার থেকে পাঁচ হাজার কোটি রুপি খরচ করেছে আম্বানি পরিবার, যা পরিবারটির মোট সম্পদের মাত্র ০.৫ শতাংশ।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি