ছিনতাই আতঙ্কে বগুড়ায় চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
বগুড়ায় ছিনতাই আতঙ্কে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে স্বর্ণা নামের এক তরুণী নিহত হয়েছেন। বুধবার (১৭ জুলাই) দুপুরে জেলার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম সানজিদা স্বর্ণা, তার বাড়ি বগুড়া উপশহরে। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা গেছে, ঢাকা থেকে নওগাঁগামী 'শাহ ফতেহ আলী' বাসে এই দুর্ঘটনা ঘটে।
এ বাসের সহকারী মাসুদ জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে নওগাঁর উদ্দেশ্য রওনা দেয় বাসটি। দুপুরের আগে বগুড়ার শেরপুর উপজেলার ধনকুন্ডি এলকায় ফুড ভিলেজে যাত্রা বিরতি দেন তারা। এ সময় অনেকেই নেমে গেলেও চার নারী যাত্রী বাসের মধ্যে বসে থাকেন। খাবার খেয়ে যাত্রীরা এসে দেখেন বাস নেই।
তিনি জানান, তারা জানতে পারেন বাসের এক যাত্রী বাসটিকে বগুড়া অভিমুখে চালিয়ে নিয়ে গেছেন। বাসটি মির্জাপুর এলাকায় পৌঁছালে ছিনতাই আতঙ্কে ওই শিক্ষার্থী বাস থেকে লাফিয়ে পড়েন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুপুরে বগুড়া শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাসের বনানী এলাকায় বাস রেখে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।
বাসের চালক নাজিরুল মোল্লা বলেন, 'খাবার খেতে যাওয়ার সময় ভুলে আমি চাবি স্টিয়ারিংয়ের সঙ্গে রেখে গিয়েছিলাম। এই সুযোগে ছিনতাইকারী বাস ছিনতাই করে নিয়ে যায়। পরে ছিনতাইকারীকে আটক করা হয়েছে। ওই ছিনতাইকারী ঢাকা থেকে যাত্রী হিসেবে বগুড়ায় যাচ্ছিলেন।'
বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, 'চলন্ত বাস থেকে এক নারী যাত্রী লাফিয়ে পরে মারা গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।'