৬ শিক্ষার্থী হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে: জি এম কাদের
কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ৬ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় সংসদে বিরোধী দলের নেতা প্রতিটি হত্যাকাণ্ডের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবিও জানান।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে গতকাল দেশব্যাপী সহিংসতার বিষয়ে আজ বুধবার এক শোকবার্তা দেন জাপা চেয়ারম্যান। সেখানে এ দাবি জানান তিনি।
শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
কাদের বলেন, 'ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের দাবি যৌক্তিক। তাঁদের এ দাবি মেনে নিতে হবে।'
তিনি বলেন, 'বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ অহিংসভাবে প্রতিবাদ চালিয়ে যাচ্ছিল। তখন একের পর এক গুলি করে তাঁকে নির্মমভাবে হত্যা করেছে পুলিশ। এই নির্মম হত্যাযজ্ঞের ভিডিও বিশ্ববাসী দেখেছে।"
সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। একইসাথে নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে।
আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিতেরও দাবি জানান তিনি।