জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন
জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই। বুধবার স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফ্যানস কমিউনিটি জানিয়েছে, হৃদযন্ত্র ও কিডনিজনিত জটিলতা নিয়ে লাইফ সাপোর্টে থাকাকালীন তার মৃত্যু হয়।
বাংলাদেশি ব্যান্ড 'মাইলস' এর প্রতিষ্ঠাতা সদস্য শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্তের ঘরে তার জন্ম। ১৯৭৯ সালে বাংলাদেশি রক ব্যান্ড মাইলস-এ যোগ দেন শাফিন আহমেদ।
তার ভাই, আরেক কিংবদন্তি সঙ্গীত শিল্পী হামিন আহমেদের সঙ্গে মাইলস-এ প্রথমে তিনি অ্যাকোস্টিক গিটারিস্ট হিসেবে যোগ দেন; পরে ১৯৯১ সালে ব্যান্ডের প্রধান গায়ক ও বেজ গিটারিস্ট হন।
তার গাওয়া জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে— 'হ্যালো ঢাকা', 'ফিরিয়ে দাও হারানো প্রেম', 'আজ জন্মদিন তোমার' 'চাঁদ তারা সূর্য', 'ফিরে এলে না', 'জ্বালা জ্বালা অন্তরে', 'জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন' ইত্যাদি।
মৃত্যুকালে শাফিন আহমেদ স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।