কোটা আন্দোলন চলাকালে এক রাজনৈতিক নেতার কাছ থেকে ৪ লাখ টাকা নেন নুর, দাবি ডিবি প্রধানের
কোটা সংস্কার আন্দোলনের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর এক রাজনৈতিক নেতার কাছ থেকে চার লাখ টাকা নিয়েছেন বলে দাবি করেছেন গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান হারুন-অর-রশীদ।
রাজধানীতে ডিবি কার্যালয়ে শনিবার (২৭ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন।
ডিবি প্রধানের দাবি, 'কোটা সংস্কার আন্দোলনের সময় নুর এক নেতার কাছ থেকে চার লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। আমরা ওই নেতাকেও এনেছি, তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। এই লেনদেনের উদ্দেশ্য বোঝার জন্য আমরা তাকে (নেতা) জিজ্ঞাসাবাদ করছি। ওই টাকা কীভাবে খরচ করা হয়েছে, তা আমরা তদন্ত করছি। রিমান্ডের সময় নুরের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেছে, সেগুলো এখন যাচাই করা হচ্ছে।'
কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের সঙ্গে ওই নেতার ডিজিটাল যোগাযোগের তথ্যও পাওয়া গেছে বলেও জানান তিনি।
ডিবি প্রধান আরও বলেন, 'এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আমরা তার কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করতে চাই।'
এর আগে গত ১৮ জুলাই রাজধানীর সেতু ভবনে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের মামলায় নুরুল হক নুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।