আজ শুরু ‘অসহযোগ আন্দোলন’, থমথমে ঢাকা, ফাঁকা রাস্তা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে আজ (৪ আগস্ট) সকালে ঢাকার রাস্তাগুলো বেশিরভাগই ফাঁকা ছিল।
সপ্তাহের শুরুর দিন সকালে সাধারণত রাস্তায় যত মানুষের চলাচল থাকে, আজ সেরকম মানুষের আনাগোনা দেখা যায়নি।
মূল সড়কে গণপরিবহন তেমন একটা চলছে না। অল্প কিছু ব্যক্তিগত গাড়ি বের হয়েছে।
মগবাজার, কাকরাইল, শান্তিনগর, বিজয়নগর, বায়তুল মোকাররম, মৎস্য ভবন এলাকায় রাস্তায় বাসসহ তেমন কোনো গণপরিবহন দেখা যায়নি। এসব এলাকায় রিক্সা ও সিএনজি চলছে সীমিত সংখ্যায়।
প্রয়োজনীয় কাজে যারা ঘর থেকে বেরিয়েছেন, তারা গণপরিবহন না পেয়ে বিপাকে পড়েছেন। বিভিন্ন স্টপেজে দীর্ঘ সময় বাসের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মানুষকে। এছাড়া গণপরিবহন না পেয়ে অনেকে রিকশায় ভেঙে ভেঙে, অনেকে হেঁটেও গন্তব্যের উদ্দেশে রওনা হন।
এদিকে আন্দোলনের নামে বিএনপির 'সন্ত্রাস ও নৈরাজ্যের' বিরুদ্ধে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
উভয় পক্ষের বিক্ষোভের আগে বাসাবো, আহমেদাবাদ, ধানমন্ডি, সোবহানবাগ, পান্থপথ ও মোহাম্মদপুরসহ ঢাকার বেশিরভাগ এলাকায় দোকানপাট বন্ধ ছিল।
সায়েদাবাদ থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।
গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের রূপরেখা তুলে ধরেন আন্দোলনের সমন্বয়করা।
অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, 'মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। দফাটি হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ। '