দিল্লিকে বিমান পাঠাতে বলেছিলেন শেখ হাসিনা, দাবি আনন্দবাজারের
গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে হেলিকপ্টারযোগে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। ভারতীয় গণমাধ্যমের সূত্র বলছে, ভারতে পৌঁছেছেন দুই বোন। আগরতলায় অবতরণ করেছে তাদের হেলিকপ্টার।
ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, 'হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন (বিমান পাঠানোর অনুরোধ জানিয়ে)। কিন্তু তাঁকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি। ভারতের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশসীমায় ভারত কোনও বিমান পাঠাতে পারে না। কারণ, তাতে আইন লঙ্ঘিত হতে পারে। ভারত থেকে জানানো হয়, হাসিনাকে আগে ভারতে পৌঁছতে হবে। তার পর সেখান থেকে তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে।'
আনন্দবাজার অনলাইন আরো জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর কমোডর আব্বাস হাসিনা ও রেহানাকে বহনকারী হেলিকপ্টারটি উড়িয়ে নিয়ে যান। তিনি ১০১ স্কোয়াড্রনের সদস্য।
আগরতলা থেকে দিল্লিতে যেতে পারেন হাসিনা। সেখান থেকে যেতে পারেন লন্ডনে।