নতুন আইজিপি হলেন ময়নুল ইসলাম
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ময়নুল ইসলাম।
গতরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার কথা জানানো হয়। এরপরে নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পান মো. ময়নুল ইসলাম।
এছাড়া র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এ কে এম শহিদুর রহমান।
এদিকে নিয়োগের পর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে আলাপকালে আইজিপি ময়নুল শিক্ষার্থীদের আন্দোলনকে 'দ্বিতীয় স্বাধীনতা' হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, "এই সংকটময় সময়ে আমাদের (পুলিশের) সকলের সমর্থন প্রয়োজন।"
"সাম্প্রতিক সহিংসতায় পুলিশ সদস্যসহ যারা মারা গেছেন, তাদের জন্য আমরা আমাদের গভীর সমবেদনা প্রকাশ করছি। আমাদের যত দ্রুত সম্ভব পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে," যোগ করেন তিনি।
মঙ্গলবার (৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে ময়নুল ইসলামকে আইজিপি হিসেবে নিয়োগের আদেশ জারি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান শেখ।
পঞ্চগড়ের ময়নুল ইসলাম ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) কমান্ড্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।
তিনি এর আগে টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের উপ-মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ময়নুল ১২তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) মাধ্যমে ১৯৯১ সালের ২০ জানুয়ারি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
তিনি সম্প্রতি উপ-মহাপরিদর্শক থেকে সুপার নিউমারারি (সংখ্যাতিরিক্ত) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদোন্নতি পান।