নির্বাচনের মাধ্যমে দ্রুত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান তারেকের
দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, "খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।"
আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।
তারেক বলেন, ''ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। ষড়যন্ত্র চলছে, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করতে হবে।''
তিনি বলেন, ''দেশে প্রবাসে অনেক বাংলাদেশি রয়েছেন যারা জ্ঞানে-বিজ্ঞানে অভিজ্ঞতায় সমৃদ্ধ। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় এমন অনেকেই সংশ্লিষ্ট হতে চান না। এসব গুণি মানুষকে রাষ্ট্র পরিচালনায় ও নীতি নির্ধারণে অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে উচ্চকক্ষ চালু করার প্রস্তাব বিএনপি এরই মধ্যে রেখেছে।''
তিনি আরও বলেন, ''রাজনৈতিক ও রাষ্ট্র পরিচালনায় গুণগত পরিবর্তন আনতে না পারলে আমাদের আজকের এ বিপ্লবের কাঙ্ক্ষিত ফল মিলবে না। বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।''
সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ''অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন, আমরা তাদের পূর্ণ সহযোগিতা করব।''
তিনি বলেন, আমাদের এই বিজয়কে সুসংগঠিত করতে হবে, আমাদের ধৈর্য ধারণ করতে হবে।
রাস্তায় ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করায় তাদের স্যলুট জানিয়ে মির্জা ফখরুল বলেন, তাদের দেখে আনন্দে আমার বুক ভরে গেছে।
আন্দোলন সম্বন্বয়কদের উদ্দেশ্য করে ফখরুল বলেন, ''তাদের সাথে আমরা সম্পূর্ণ একমত।''
এছাড়াও সারাদেশে ভাংচুর, লুটপাটে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয় উল্লেখ করে তিনি বলেন, ''যারা ফ্যাসিবাদী সরকারের দোসর, তারা এসব ঘটনা ঘটাচ্ছে, বিএনপি জড়িত নয়। কেউ বিএনপির নাম ব্যবহার এসব করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।''