ড. ইউনূসকে হয়রানির অভিযোগে এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে ফৌজদারি মামলার দাবি
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীমের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলার দাবি জানিয়েছেন এনবিআর কর্মকর্তাদের একটি অংশ।
বুধবার (৭ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে এক বিক্ষোভ সমাবেশে রাজস্ব কর্মকর্তারা এ দাবি জানান।
এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ড. মুহম্মদ ইউনূসকে নিজের ক্ষমতার অপব্যবহার করে চেয়ারম্যান ট্যাক্স ফাঁকির মামলা দিয়ে অপদস্ত করেছেন। এই অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়ার পাশাপাশি তাকে গ্রেপ্তার করা উচিত।"
একই সঙ্গে দীর্ঘদিন ধরে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তারাও ক্ষোভ প্রকাশ করেছন চেয়ারম্যানের বিরুদ্ধে।
এ সময় তারা এনবিআরের চেয়ারম্যানসহ অন্যান্য দায়িত্বে প্রশাসন ক্যাডারের পরিবর্তে রাজস্ব ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকেই দায়িত্ব দেওয়ার দাবি জানান।
এছাড়া, আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের কর্মকর্তাদের এক সভাও অনুষ্ঠিত হবে বলে জানান তারা।
প্রসঙ্গত, কর ফাঁকির অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করে সংশ্লিষ্ট আয়কর অফিস। ওই মামলায় ড. ইউনূসের বিরুদ্ধে রায় দেওয়া হয় এবং তার কাছ থেকে ওই অর্থ আদায়ও করা হয়। যদিও এই মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।