কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় হবে জন্মাষ্টমী উৎসবের টাকা
কুমিল্লায় শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসবের ব্যয়ের টাকা বন্যার্তদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি। বন্যা পরিস্থিতি অবনতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
শুক্রবার (২৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুমিল্লার শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি।
কমিটির আহ্বায়ক প্রদীপ সাহা ও সদস্য সচিব শ্যামল কৃষ্ণ সাহা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কারণে এবং বর্তমান জনদুর্ভোগের প্রতি শোকস্তব্ধ হয়ে, কুমিল্লায় শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এবারের জন্মাষ্টমীতে কোনো প্রকার র্যালি করা হবে না। শুধুমাত্র পূজার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবারের জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। সর্ব সিদ্ধান্তক্রমে বরাদ্দকৃত র্যালির অর্থ ব্যয় হবে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য।
কমিটির আহ্বায়ক প্রদীপ সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, 'মানুষ বাঁচলে আবার জন্মাষ্টমী উৎসব উদযাপন করা যাবে। এবার আমরা বন্যার্তদের পাশে দাঁড়াব। আমাদের র্যালির ব্যয় ও বাড়তি ফান্ড করে বন্যার্তদের জন্য পাঠাব।'