ভারতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় নেওয়া প্রকল্পগুলো চলমান থাকবে: ড. সালেহউদ্দিন
ভারতীয় অর্থায়নের বড় প্রকল্প বা লাইন অব ক্রেডিট প্রজেক্টগুলো নিয়ে কোনো সংকট নেই এবং এগুলো চলমান থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা এ কথা জানান।
তিনি বলেন, "আমরা তাকে (ভারতীয় হাইকমিশনারকে) আশ্বস্ত করেছি, বাংলাদেশ বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার জন্য খুব ভালো জায়গা। তারা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে এবং তারা সহযোগিতা অব্যাহত রাখবে।"
এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ জানান, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আজকের বৈঠকে ভারতের তিনটি লাইন অফ ক্রেডিট প্রকল্পের বাস্তবায়ন ও তহবিল বিতরণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং ভারতীয় পক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।
ভারত বাংলাদেশের বড় প্রতিবেশী উল্লেখ করে ড. সালেহউদ্দিন বলেন, ভারত ও বাংলাদেশ উভয়েরই পরস্পরের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যের অনেক ক্ষেত্র রয়েছে। তাই এই সময়ে নিজেদের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সহযোগিতা কীভাবে বাড়ানো যায়, সেটি নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।
বাংলাদেশে ভারতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় নেওয়া প্রকল্পগুলোর বিষয়ে উপদেষ্টা বলেন, "ভারতীয় অর্থায়নে চলমান প্রকল্পগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের দেশের চাহিদা বিবেচনা করেই নেওয়া হয়েছে।"
"তবে তহবিল বিতরণ সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে, যেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি," বলেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, "যতটুকু আমরা পেয়েছি, তা নিয়ে থেমে যাব না। প্রকল্পগুলো নিয়ে আমরা কথা বলব... প্রকল্পগুলোর অর্থায়ন ও বাস্তবায়ন নিয়ে আলাপ হবে।"
উপদেষ্টা উল্লেখ করেন, "তাদের (ভারত) সঙ্গে আমাদের ইতোমধ্যে যে প্রকল্পগুলো চলমান রয়েছে, এগুলো বড় প্রকল্প এবং এগুলো আমরা চালিয়ে যাব।"
এদিকে, ভারতও বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। তারা বিজ্ঞান ও প্রযুক্তি এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দিয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, "বাংলাদেশে ভারতীয় লাইন অফ ক্রেডিট প্রকল্পগুলোর একটিও বন্ধ করেনি ভারত; কারণ এগুলো অনেক বড় প্রকল্প।"
"প্রকল্পগুলো চলছে; ঠিকাদাররা শীঘ্রই কাজে ফিরে আসবেন," যোগ করেন তিনি।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ভারত সরকারের সম্পৃক্ততার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা বলেন, "আমরা সরকারের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত; উপদেষ্টার সঙ্গে আমার বৈঠক তারই প্রমাণ।"
তিনি বলেন, "প্রকল্প বাস্তবায়নের বিষয়টি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাধান করা হবে এবং ভারত এ বিষয়ে ইতিবাচক।"