দুই দিন পর রাঙ্গামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার
রাঙ্গামাটিতে সহিংসতার জেরে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা দুই দিন পর প্রত্যাহার করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে জেলা প্রশাসন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহামদ মোশারফ হোসেন খান জানান, 'আজ রোববার বেলা ১১টা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক। ১৪৪ ধারা তুলে নেওয়ার মাইকিং করা হবে। ধীরে ধীরে দোকানপাট খুলে যাবে।'
এদিকে ১৪৪ ধারা প্রত্যাহারের পর রাঙ্গামাটির বিভিন্ন বাজারে জেলা প্রশাসনের মাইকিং করতে দেখা গেছে।
এর আগে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের জেরে গত শুক্রবার বেলা ১টার দিকে পৌরসভা এলাকায় এই বিধিনিষেধ জারি করেছিল জেলা প্রশাসন।
গত বুধবার খাগড়াছড়ি সদরে মোটরসাইকেল চুরিকে কেন্দ্রে করে গণপিটুনিতে মো. মামুন (৩০) নামের এক বাঙালি যুবকের মৃত্যুর পর সংঘর্ষ শুরু হয়। সেই সংঘাত ছড়িয়ে পড়ে রাঙ্গামাটিতেও। মসজিদ, বৌদ্ধবিহারসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে দফায় দফায় হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা।