অস্ত্র পরিষ্কার করতে গিয়ে পায়ে গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ, হাসপাতালে ভর্তি
মুম্বাইয়ের বাড়িতে অস্ত্র পরিষ্কার করার সময় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন অভিনেতা গোবিন্দ। আজ (মঙ্গলবার) এই দুর্ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গোবিন্দ কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি তার লাইসেন্স করা রিভলভারটি আলমারিতে রাখছিলেন। এমন সময় এটি তার হাত থেকে পড়ে যায় ও একটি গুলি তার পায়ে লাগে। চিকিৎসকেরা গুলি বের করেছেন এবং গোবিন্দ এখন ভালো আছেন।
গোবিন্দ বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা যিনি ১৯৮০ এর দশকের শেষের দিকে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। অ্যাকশন, কমেডি, ড্রামা তিন ঘরনার ছবিতেই তিনি কাজ করেছেন।
গোবিন্দ 'ইলজাম', 'মরতে দাম তক', 'খুদগর্জ', 'দরিয়া দিল', 'স্বর্গ' এবং 'হাম'-সহ একাধিক হিট দিয়েছেন। এছাড়াও রয়েছে 'শোলা অওর শবনম', 'আঁখে', 'রাজা বাবু'-সহ বেশ কয়েকটি সুপারহিট কমেডি সিনেমা।
গোবিন্দ ২০০৪ সালের নির্বাচনে জয়ী হন এবং পাঁচ বছর কংগ্রেসের সাংসদ ছিলেন। সম্প্রতি তিনি শিবসেনায় যোগ দিয়েছেন।