দেশ একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে হারাল: রাষ্ট্রপতি
হেফাজতে ইসলামের আমীর ও চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, আল্লামা শফী দেশে-বিদেশে ইসলামের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে হারাল।
রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আহমদ শফী সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানী গেণ্ডারিয়া এলাকার আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার ছেলে আনাস মাদানি নিশ্চিত করেছেন।
এর আগে আহমদ শফীর শারীরিক অবস্থার অবনতি হলে বিকালে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীতে আনা হয়।
তার আগে ছাত্রদের দাবির মুখে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আল্লামা শাহ আহমদ শফী।
এদিকে, পদত্যাগের ঘোষণার পরপরই আল্লামা শফী অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।