ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান
ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ইহুদিবাদী রাষ্ট্রকে নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। খবর বিবিসির
ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পরে এবিষয়ে ইসরায়েলি নাগরিকদের সতর্ক করেছে আইডিএফ। মিসাইল হামলার সাইরেন শোনা মাত্রই 'সুরক্ষিত স্থানে' নাগরিকদের দ্রুত আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এবিষয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাউকে সুরক্ষিত স্থান (বাঙ্কার, এয়ার রেইড শেল্টার) ত্যাগ না করার অনুরোধও করা হয়েছে।
এর কিছুক্ষণ পরেই ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করে ইরানের ক্ষেপণাস্ত্র। আইডিএফের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, বড় এক ঝাঁক মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এরমধ্যে ব্যালেস্টিক মিসাইলের সংখ্যাই শতাধিক হতে পারে।
আঘাত হানার আগেই ইরানের মিসাইল ধ্বংস করতে তৎপর হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর রকেট নিক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে দ্য টাইমস।
ইরান বলছে, গাজা ও লেবাননে মারাত্মক হামলার পাশাপাশি হামাস, হিজবুল্লাহ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নেতাদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে।
এদিকে, ইসরায়েলের কর্মকর্তারাও ইরানের এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন।
ইসরায়েল জানিয়েছে, তাদের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরান থেকে ১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
এ সময় ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রের মোকাবিলায় সক্রিয় করা হয়। এছাড়া, মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইসরায়েলে ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে সাহায্য করেছে বলে রয়টার্সকে জানান মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা।