নেদারল্যান্ডস থেকে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে এস আলম গ্রুপ
দেশের বাজারে চলমান সংকট নিরসনে নেদারল্যান্ডস থেকে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। পেঁয়াজ আমদানি করতে রোববার রূপালী ব্যাংক থেকে এলসি খুলেছে প্রতিষ্ঠানটি।
এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের একান্ত সচিব মো. আকিজ উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'নেদারল্যান্ডস থেকে বাল্ক ক্যারিয়ার যোগে (খোলা পণ্যবাহী জাহাজ) ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে এস আলম গ্রুপ। এর ধারাবাহিকতায় ২০ সেপ্টেম্বর কৃষি ব্যাংক থেকে এলসি খোলা হয়েছে।'
'দ্রুত সময়ের মধ্যে পেঁয়াজের চালান পৌঁছানোর জন্য সব ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে। আগামী এক মাসের মধ্যে এসব পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে পৌছাবে বলে আমরা আশা করছি,' বলেন তিনি।
আকিজ উদ্দিন আরও বলেন, 'পেঁয়াজ দেশে পৌছানোর পর সেগুলো টিসিবির কাছে হস্তান্তর করা হবে। ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, দেশে পেঁয়াজের চলমান সংকট নিরসনে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমদানি করছে এস আলম গ্রুপ। এর আগে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ২০১৬ সালে এবং ২০১৯ সালে আমরা পেঁয়াজ আমদানি করেছি।'
'২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির পরও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে পরবর্তীকালে আরও ৩০ হাজার মেট্রিক টন আমদানির পরিকল্পনা রয়েছে,' বলে জানান তিনি।