ভারতের বিখ্যাত শিল্পপতি রতন টাটা হাসপাতালের আইসিইউতে
ভারতের বিখ্যাত শিল্পপতি ও টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টির সঙ্গে সরাসরি সম্পৃক্ত দুটি সূত্র বুধবার (৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।
এর আগে গত সোমবার ৮৬ বছর বয়সী টাটা বলেছিলেন, বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত তার মেডিকেল পরীক্ষা করা হচ্ছে।
বুধবার রতন টাটার শারীরিক অবস্থার খবর জানতে তার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল। তবে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
তবে সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দেওয়া এক পোস্টে রতন টাটা জানিয়েছিলেন, তিনি ভালো আছেন এবং উদ্বেগের কোনো কারণ নেই।
মি. টাটা ১৯৯১ সালে অটোস টু স্টিল কনগ্লোমারেটের চেয়ারম্যান হন এবং একশো বছরেরও বেশি সময় আগে তার প্রপিতামহের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ২০১২ সাল পর্যন্ত পরিচালনা করেন।
তিনি ১৯৯৬ সালে টেলিযোগাযোগ সংস্থা টাটা টেলিসার্ভিসেস প্রতিষ্ঠা করেছিলেন এবং ২০০৪ সালে আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেসকে জনসাধারণের মাঝে জনপ্রিয় করে তোলেন।
সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, রিটায়ার্ডের পর তাকে টাটা সন্স, টাটা ইন্ডাস্ট্রিজ, টাটা মোটরস, টাটা স্টিল এবং টাটা কেমিক্যালসের চেয়ারম্যান এমেরিটাস উপাধিতে ভূষিত করা হয়।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি