দেশে 'সেকেন্ড ওয়েভ' শুরুর আশংকা উড়িয়ে দেয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী
ইউরোপ আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় বাংলাদেশেও সেটি শুরুর আশংক উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণরোধে স্বাস্থ্যবিভাগ প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আধুনিকায়ন, উন্নতমানের চিকিৎসাসেবা এবং শিক্ষার সম্প্রসারণমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন বলে সময় টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "বিশ্বব্যাপী মানুষ করোনাকে অবহেলা করছে। এর ফলে আমেরিকা, ইউরোপসহ অনেক দেশেই করোনায় সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। আমাদের দেশেও শীতকালে করোনায় সেকেন্ড ওয়েভ শুরুর আশংকা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে, সেকেন্ড ওয়েভ শুরু হলে তার জন্য কি কি করনীয় সে ব্যাপারে আমাদের সকল প্রস্তুতি এখনই নেয়া হচ্ছে। করোনা মোকাবেলায় ইতোমধ্যেই দেশের স্বাস্থ্যখাত সক্ষমতা দেখিয়েছে। আক্রান্ত বিবেচনায় মৃত্যুহার বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। সেকেন্ড ওয়েভ শুরু হলেও দেশের স্বাস্থ্যখাত এভাবেই মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।"
তিনি বলেন, শীতকালে বিয়ে ও পিকনিকসহ নানা অনুষ্ঠান হয়ে থাকে। জনসমাগম বেশি হওয়ায় করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এ কারণে এসব অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকতে হবে।