লক্ষ্মীপুরে বাসে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
লক্ষ্মীপুরে গ্রিনলিফ ফিলিং স্টেশন থেকে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিসি বলেন, বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ও আহতের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্তকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে অতিরিক্ত পুলিশ সুপার, ফায়ার সার্ভিস কর্মকর্তা, বাখরাবাদ গ্যাস বিভাগের কর্মকর্তা ও বিআরটিএ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। দ্রুত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করতে বলা হয়েছে। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সদর হাসপাতালে পরিদর্শন করে নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন জেলা প্রশাসক। এসময় নিহত ৩ জনের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়। আহতদের তালিকা করে তাদের চিকিৎসার ব্যায়ভার গ্রহণের আশ্বাস দেন ডিসি।
ডিসির সাথে ঘটনাস্থল লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট এলাকার গ্রিনলিফ সিএনজি ফিলিং স্টেশন ও সদর হাসপাতাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
উল্লেখ্য, রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১টায় লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের গ্রিনলিফ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা 'মেঘনা ক্লাসিক' নামক একটি বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের নিহত এবং ৯ জন আহত হয়।