এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার ময়মনসিংহ বোর্ডে
এ বছরের এইচএসসি এবং সমমানের পরীক্ষায় পাসের হারে ময়মনসিংহ শিক্ষা বোর্ড ১১টি বোর্ডের মধ্যে সর্বনিম্ন স্থানে রয়েছে। আজ (১৫ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ময়মনসিংহ বোর্ডের পাসের হার ৬৩.২২ শতাংশ।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ড ৯৩.৪০ শতাংশ পাসের হার নিয়ে সবার শীর্ষে রয়েছে। এছাড়া, কারিগরি শিক্ষা বোর্ড ৮৮.০৯ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
ময়মনসিংহ বোর্ডে এ বছর মোট ৭৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, যার মধ্যে ৩৭ হাজার ৪৫৩ জন ছাত্র এবং ৪০ হাজার ১৬৮ জন ছাত্রী। এর মধ্যে মোট ৪৯ হাজার ৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় পাস করেছেন।
৯টি শিক্ষা বোর্ডের মধ্যে সিলেট বোর্ড সর্বোচ্চ ৮৫.৩৯ শতাংশ পাসের হার অর্জন করেছে। অন্যান্য বোর্ডের মধ্যে বরিশালে পাসের হার ৮১.৮৫ শতাংশ, রাজশাহীতে ৮১.২৪ শতাংশ, ঢাকায় ৭৯.২১ শতাংশ, দিনাজপুরে ৭৭.৫৬ শতাংশ, কুমিল্লায় ৭১.১৫ শতাংশ, চট্টগ্রামে ৭০.৩২ শতাংশ এবং যশোরে ৬৪.২৯ শতাংশ।
এই বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত এইচএসসি এবং সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।
মোট ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ লাখ ৩৫ লাখ ৩০৯ জন পরীক্ষার্থী পাস করেছেন।