বন্যায় ৬০ লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে: দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা
বন্যার কারণে দেশে প্রায় ৬০ লাখ হেক্টর জমির শস্য নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।
আজ শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় পূর্বাচল ফায়ার সার্ভিস ও মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ১১টি অত্যাধুনিক গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা এই মন্তব্য করেন।
তিনি বলেন, "বন্যার কারণে খাবারে ঘাটতি হয়েছে এটা সত্য। আমি বেশ কিছু বন্যাদুর্গত অঞ্চল পরিদর্শন করেছি। এসব অঞ্চলে প্রায় ৬০ লক্ষ হেক্টর শস্য নষ্ট হয়েছে। এই ঘাটতি রাতারাতি পূরণ করা সম্ভব না হলেও আমরা দ্রুত জোগান দেয়ার চেষ্টা করছি"।
তিনি আরও বলেন, বর্তমান বন্যার ভয়াবহতা ভিন্ন ধরনের। আগে বন্যার পানি ধীরে বাড়লেও এখন মাত্র একদিনে ৫০০ মিলিমিটার বৃষ্টি হয়, যা আমাদের নদী ও খালে ধারণ ক্ষমতার বাইরে। এগুলো খনন ও প্রতিবন্ধকতা মুক্ত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
সাম্প্রতিক ভূমিকম্প ও ঘূর্ণিঝড় নিয়ে উপদেষ্টা বলেন, আমরা দ্রুত উদ্ধার কার্যক্রমের জন্য কী কী প্রয়োজন, তা নির্ধারণ করছি। তবে অপরিকল্পিত নগরায়ণের কারণে অনেক জায়গায় ভারী যানবাহন প্রবেশ করতে পারবে না। এজন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিচ্ছি।
ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকার সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম নিয়ে কাজ করছে বলে জানান তিনি। "জাপান ৪০ মিনিট আগে বজ্রপাতের পূর্বাভাস দিতে পারে, সেই প্রযুক্তি আমরা দেশে আনার চেষ্টা করছি", যোগ করেন উপদেষ্টা।
এছাড়া, তিনি আরও জানান, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দরিদ্র জনগোষ্ঠী অপুষ্টিতে ভুগছে এবং প্রোটিনের অভাবে রয়েছে। এটিকে সরকার দুর্যোগ হিসেবে বিবেচনা করে তাদের জন্য নানা প্রকল্প গ্রহণ করছে।
ফায়ার সার্ভিসকে দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে নেয়ার বিষয়ে ফারুক-ই-আজম বলেন, "আমরা তাদের (দমকল কর্মী) মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ফায়ার সার্ভিস এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। যদি দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে গেলে তাদের সুবিধা হয় তাহলে আমরা আলোচনা করে দেখব। যেই কাজে মানুষের সুবিধা হবে সেটাই আমরা করতে আগ্রহী"।
নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জনগণের সাথে আমরাও মুখিয়ে আছি নির্বাচনের জন্য। তবে বিদ্যমান ব্যবস্থায় কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যা সংস্কার করতে হবে। নাহলে আগের মতো পরিস্থিতি তৈরি হবে। আমরা আবার আগের মতো বিপর্যয় দেখতে চাই না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল নাহিদ আসগর এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।