আওয়ামী লীগ-ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে টিএসসিতে মশাল মিছিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা এ কর্মসূচি করেন।
কর্মসূচি থেকে শিক্ষার্থীরা রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন। অন্যথায় বঙ্গভবন ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এছাড়াও তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গত জুলাই-আগস্টের গণহত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রদান ও ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে স্লোগান দেন।
পরে রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে আবারও রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
আন্দোলনকারী শিক্ষার্থী মশিউর রহমান বলেন, 'ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন। তারা রাতের আঁধারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলা-গুলি করেছে। তাদের নিষিদ্ধ না করলে সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের টিকে থাকাই অনিশ্চিত হয়ে যাবে।'
সালাহ উদ্দিন সিফাত নামে আরেক শিক্ষার্থী বলেন, 'আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর হাতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র রয়েছে, যা দিয়ে তারা সারাদেশ চোরাগুপ্তা হামলা করছে, নতুন নতুন ইস্যু সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।'