নতুন করে দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নতুন করে দেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
আজ (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, "দেশে যাতে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি না হয় সেজন্য প্রধান উপদেষ্টা সকলকে সতর্ক থাকতে বলেছেন।"
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এর আগে, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করতে দেখা গেছে।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, বিএনপির সঙ্গে এই বৈঠক রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপের অংশ। আজ (২৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির তিন নেতা ও ড. ইউনূসের মধ্যে বৈঠক শেষে শফিকুল আলম এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, "আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অনেক বৈঠক করেছি এবং সামনে আরও বৈঠক অনুষ্ঠিত হবে।"
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "সরকার আইন উপদেষ্টার বক্তব্যের সঙ্গে একমত। যদি এই বিষয়ে কোনো উন্নতি ঘটে, আমরা সবাইকে জানাব।"
২১ অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, "শেখ হাসিনার পদত্যাগপত্র না পাওয়া নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন' ।"
আসিফ নজরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "রাষ্ট্রপতি বলেছেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করেননি। এটি একটি মিথ্যা বিবৃতি এবং তার শপথের লঙ্ঘন।"
তিনি আরও বলেন, "তিনি নিজে ৫ আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি [শাহাবুদ্দীন] সেটি গ্রহণ করেছেন। সেসময় তার পেছনে তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন।"
আইন উপদেষ্টা উল্লেখ করেন, রাষ্ট্রপতি একাধিক পদক্ষেপের মাধ্যমে, বিশেষ করে ৫ আগস্টের ভাষণের মাধ্যমে পুরো জাতিকে নিশ্চিত করেছেন, হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেছেন এবং তিনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন।