সাংবাদিক বাদ দিয়ে এআই ‘উপস্থাপক’ নিয়োগ পোল্যান্ডের রেডিও স্টেশনের
পোল্যান্ডের একটি রেডিও স্টেশন সাংবাদিকের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই উপস্থাপক দিয়ে তাদের সম্প্রচার পরিচালনা করছে। এনিয়ে বেশ বিতর্কের মুখে পড়েছে স্টেশনটি।
দক্ষিণ পোল্যান্ডের ক্রাকোভ শহরের ওএফএফ রেডিও ক্রাকোভ তাদের এই উদ্যোগকে 'পোল্যান্ডের প্রথম পরীক্ষা' হিসেবে বর্ণনা করেছে। তারা সাংবাদিকদের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্মিত ভার্চুয়াল চরিত্র (অবতার) ব্যবহার করছে।
তরুণ শ্রোতাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে চালু হওয়া এই উদ্যোগের আওতায় তিনটি এআই-অবতারকে সাংস্কৃতিক, শিল্প ও সামাজিক ইস্যু নিয়ে কথা বলানোর পরিকল্পনা করেছে স্টেশনটি।
স্টেশনটির প্রধান মার্সিন পুলিত এক বিবৃতিতে বলেছেন, "মিডিয়া, রেডিও ও সাংবাদিকতার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা কি সম্ভাবনা নাকি হুমকি—এই প্রশ্নের উত্তর খুঁজব আমরা।"
স্টেশনটির সাবেক সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক মাতেউশ ডেমস্কি এক খোলা চিঠিতে মানবকর্মীদের এভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে প্রতিস্থাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারপর থেকেই এই পরিবর্তন নিয়ে পোল্যান্ডজুড়ে আলোড়ন তৈরি হয়।
ডেমস্কি বলেন, "এটি একটি বিপজ্জনক নজির তৈরি করেছে যা সবার জন্য ক্ষতিকর"। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এটি সংবাদমাধ্যম ও সৃজনশীল শিল্পের অভিজ্ঞ কর্মীদের চাকরিচ্যুত করে মেশিনের দ্বারা প্রতিস্থাপনের পথ খুলে দিতে পারে। এজন্য মঙ্গলবার (২২ অক্টোবর) একটি খোলা চিঠি প্রকাশ করেন তিনি।
বুধবার সকাল পর্যন্ত ডেমস্কির আবেদনে ১৫ হাজারেরও বেশি স্বাক্ষর জমা পড়েছে। তিনি জানান, অনেক তরুণই এ ধরনের পরীক্ষার বিরোধিতা করছেন। তিনি আরও জানান, সরকারি ট্যাক্স-সমর্থিত স্টেশন ওএফএফ রেডিও ক্রাকোভ থেকে গত আগস্টে তাকে বরখাস্ত করা হয়।
স্টেশন প্রধান পুলিত অবশ্য দাবি করেন যে, এআই-এর জন্য কাউকে চাকরি থেকে সরানো হয়নি; বরং শূন্যের কাছাকাছি শ্রোতা সংখ্যা থাকার কারণে সাংবাদিকদের ছাঁটাই করা হয়েছিল।
ডিজিটাল বিষয়ক মন্ত্রী ক্রিশটোফ গাওকভস্কি বলেছেন, এআই নিয়ে আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে, যদিও তিনি এআই উন্নয়নের পক্ষপাতী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, "এআই ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সীমারেখা থাকা জরুরি।"
মঙ্গলবার স্টেশনটি এআই-উপস্থাপকের মাধ্যমে প্রয়াত নোবেল বিজয়ী কবি উইস্লাওয়া শিম্বর্সকার কণ্ঠে একটি 'সাক্ষাৎকার' সম্প্রচার করে, যা নিয়েও আলোচনা চলছে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন