নতুন বাফুফে সভাপতি বললেন, ‘মুখের কথায় নয়, কাজে বিশ্বাসী’
১৬ বছর পর নতুন সভাপতি পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কাজী সালাউদ্দিন যুগ পেরিয়ে চার বছর মেয়াদে বাফুফে প্রধানের দায়িত্ব পেলেন তাবিথ আওয়াল। শনিবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত বাফুফে নির্বাচনে সভাপতি পদে দিনাজপুরের তৃণমূল সংগঠক আ ফ ম মিজানুর রহমান চৌধুরীকে বিপুল ব্যবধানে হারান দুই মেয়াদে বাফুফের সহ-সভাপতির দায়িত্ব পালন করা তাবিথ।
নির্বাচিত হয়ে নতুন, ভালো ও আধুনিক ফুটবলের প্রত্যাশার কথা জানান তিনি। বাফুফের নতুন সভাপতি বলেন, 'নতুন, ভালো ও আধুনিক ফুটবলের প্রত্যাশা করতে পারি সকলেই। ফুটবলের মাধ্যমে আমরা মুক্ত বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখবো, আরও একটু খুশি নিয়ে আসবো। অনূর্ধ্ব-১৭ দল যে ম্যাকাওয়ের সঙ্গে জিতেছে, এটা আগামী দিনের প্রমাণ। বাংলাদেশের ফুটবলাররা আমাদের জন্য জিতবে। আজ শুভকামনা জানাতে চাই বসুন্ধরা কিংস ভুটানে খেলবে, আমি আশা করি তারা জিতবে। আগামীকাল মেয়েদের সেমি-ফাইনাল, ওরাও জিতবে বলে আশা করি।'
বিদায়ী সভাপতি কাজী সালিউদ্দিন ছিলেন সর্বেসর্বা। তার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। নতুন কমিটি কীভাবে কাজ করবে; এমন প্রশ্নের জবাবে তাবিথ জানান, কথা নয়, কাজে বিশ্বাসী তারা। তাবিথ বলেন, 'আমাদের কমিটি কীভাবে চলবে, সেটা আমরা প্রথম নির্বাহী মিটিংয়ে কর্ম দিয়ে দেখিয়ে দিব। আমরা সবার সামনে দাঁড়িয়ে আছি, আমরা মুখের কথায় নয়, কাজে বিশ্বাসী। আপনারা একটু্ ধৈর্য ধরেন আমাদের কাজেই দেখতে পারবেন।'
এর আগে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'বিগত জুন, জুলাই এবং আগস্টে বিপ্লবী ছাত্র জনতার অবদানে মুক্ত বাংলাদেশে আজ আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সব ভক্তদের, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আমাদের আজ নতুনভাবে নির্বাচিত করার জন্য। আমি তাবিথ আউওয়াল ধন্যবাদ জানাচ্ছি, এবং আজ আমার সাথে আছেন নতুন করে নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মি. ইমরুল, আমাদের সহ-সভাপতি নাসের জায়েদী, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সাব্বির আরেফ এবং ফাহাদ করিম।'
'আপনারা সকলে জানেন প্রতিটা মুহূর্তে ফুটবল ফেডারেশনের দায়িত্ব হলো বাংলাদেশের ফুটবলকে সামনের দিকে এগিয়ে নেওয়া। তাই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিগত কমিটিকে, তারা যে অবদানগুলো রেখেছেন। তবে আজকে থেকে আমরা জনগণের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণের উদ্দেশ্য নিয়ে দায়িত্ব পালন করা শুরু করছি আমাদের বক্তব্যের মাধ্যমে। আমরা বিশেষ করে ধন্যবাদ জানাতে চাচ্ছি একজন তরুণ লিডার, ক্রীড়াপ্রেমী, আমাদের বর্তমান ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ সাহেবকে। উনার দিক নির্দেশনায় এবং উনার সাহসে আমরা এ রকম একটা ভালো, মুক্ত পরিবেশে নির্বাচন করে আমরা আগামী দিনে ফুটবলকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।' যোগ করেন তিনি।
পরিবর্তনের আশার কথা জানিয়ে তাবিথ বলেন, 'আমরা সকলে একমত যে আমরা ফুটবলে পরিবর্তন আনতে চাই। এ কারণে শুরুতে আমরা সংবিধান ও অবকাঠামোগুলো রিফর্ম করার কর্মসূচি হাতে নিবো। একই সাথে ফুটবল যেন চলমান থাকে মাঠে, মানটা আরও উচু পর্যায়ে যায়, সেই জায়গায়ও আমরা কাজ শুরু করতে যাচ্ছি। আমরা বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে, যিনি আমাদের বারবার সাহস দিয়েছেন ক্রীড়াতে এগিয়ে যেতে।'
জেলা ও বিভাগ পর্যায়ের ফুটবলকে গতিশীল করতে ও পৃষ্ঠপোষকতা নিশ্চিতে কাজ শুরু করা হবে জানিয়ে তাবিথ বলেন, 'আমরা অনেক কর্মসূচি হাতে নিবো, ইতোমধ্যে আপনারা জানেন আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একটা ফরোয়ার্ড লুকিং থ্রি সিক্সটি প্রোগ্রামও আপনাদের মাধ্যমে পেশ করেছেন। উনাদের ডকুমেন্টটাকে সামনে নিয়ে আমরা আমাদের প্রথম নির্বাহী সভায় বাকি যে সদস্যরা আসবে, তাদের নিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিবো। অবশ্যই আমাদের ফুটবলকে এগিয়ে নেওয়া হবে আমাদের লক্ষ্যমাত্রা।'
নির্বাচিত সবাইকে নিয়ে কাজ করলে যেকোনো কাজে সফল হতে পারবেন বলে বিশ্বাস বাফুফে সভাপতির। চ্যালেঞ্জের প্রশ্নে তিনি বলেন, 'ডেলিগেটরা আমাদের যে ৬ জনকে নির্বাচন করেছেন, আমাদের যে দায়িত্বে দিয়েছেন; আগামী কিছু ঘণ্টায় আমাদের সঙ্গে আরও ১৫ জন যুক্ত হবেন। এই দলটাকে দেখে আমি মনে করি আমাদের কাছে কোনো কিছুই চ্যালেঞ্জ না। জনগণের যে চাহিদা, তা আমরা অবিলম্বে পূরণ করবো।'