'বিব্রতকর': ১১ দলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে করা রিটকে 'ভুল বোঝাবুঝি' বলেছে নাগরিক কমিটি
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগসহ ১১ দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ও বিগত তিন নির্বাচন বাতিলের রিট নিয়ে 'ভুল বোঝাবুঝি' হয়েছিল। পুরো বিষয়টি তাদেরকে বিব্রত করেছে এবং বিষয়টি নিষ্পত্তির পর ঠিকভাবে আরেকটি রিট করা হবে।
অন্যদিকে, সিপিবির পক্ষ থেকে বলা হয়েছে এটি বাম আন্দোলনের প্রতি একধরনের আঘাত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকার পুরানো পল্টনে কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি)- এর কার্যালয় মুক্তি ভবনে বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, 'আমাদের রিটের কেন্দ্র ছিল ৩টি অবৈধ নির্বাচন। কিন্তু এখানে আমাদের আইনজীবী কিংবা যারা রিট করেছেন তাদের কোনো ভুল বোঝাবুঝি হতে পারে। আমরা এ নিয়ে মিটিংয়ে বসেছি। কীভাবে সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে গুছিয়ে রিটটা করা যায় তা নিয়ে আমরা আবারও মিটিং করব, যেন রিট খারিজ করার মতো পরিস্থিতিতে না পড়তে হয়।'
অন্যদিকে, এ ব্যাপারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, 'বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ব্রিটিশ আমল থেকে নীতিনিষ্ঠ রাজনীতি করছে। ২০২৪ সালে আমাদের ভূমিকা রয়েছে, বাসদ ভূমিকা রেখেছে। এধরনের ঘটনাকে এটাই শেষ বলে মনে করিনা। এটি বাম আন্দোলনের প্রতি আঘাত। যারা ফ্যাসিবাদের বিলোপ চায়, নীতিনিষ্ঠ রাজনীতি করতে চায় তাদেরকে এই আঘাত থেকে সতর্ক করতে চাই।'
এ বিষয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মাসুদ রানা বলেন, 'সভায় আমরা রিটের প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির কাছে জানতে চেয়েছি। বহু বছর ধরে আমরা [বাসদ, সিপিবি ও জোট] ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি। আমরা এই রিটকে গভীর ষড়যন্ত্রের অংশ মনে করি এবং এটি গণঅভ্যুত্থানকে বিতর্কিত করবে।'
এর আগে, গতকাল (২৮ অক্টোবর) আওয়ামী লীগসহ ১১টি রাজনৈতিক দলকে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম ও মো. আবুল হাসনাত-সহ তিনজন।
অন্য ১০টি রাজনৈতিক দল হলো- জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় সমাজতান্ত্রিক দল, বিকল্পধারা বাংলাদেশ, তরীকত ফেডারেশন, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, এলডিপি, জাতীয় পার্টি (মঞ্জু), গণতন্ত্রী দল, মার্ক্সিস্ট-লেলিনিস্ট (বড়ুয়া) ও সোসিওলিস্ট পার্টি অব বাংলাদেশ।
আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন ও পুলিশের মহাপরিদর্শককে রিটে বিবাদী করা হয়।
এছাড়া, আওয়ামী লীগের বিগত ৩টি নির্বাচনকে (২০১৪, ২০১৮ ও ২০২৪) কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দেবে না সে বিষয়ে নির্দেশনা চাওয়া হয় রিটে।