খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি, কোথায় গেল শিশু মুনতাহা?
ছয় বছরের এক ছোট্ট শিশু মুনতাহা। ৩ নভেম্বর সকালে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল সে। প্রতিদিনই বেরোয় এমন। কিন্তু সেদিন খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি মুনতাহা।
স্বজনরা তাকে খোঁজাখুঁজি করেন। পুলিশের কাছে অভিযোগ জানান। পুলিশও খুঁজছে। শিশুটির নিখোঁজের ঘটনা জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে।
মুনতাহার সন্ধান প্রদানকারীদের জন্য দেশ–বিদেশ থেকে অনেকেই পুরস্কার ঘোষণা করেছেন। তবে সাত দিন পার হলেও তার কোনো খোঁজ মেলেনি। কোথায় হারিয়ে গেল ছোট্ট মেয়েটি?
পরিবারের সদস্যদের সন্দেহ, মুনতাহাকে অপহরণ করা হয়ে থাকতে পারে। তবে কারও ওপর নির্দিষ্টভাবে সন্দেহ নেই তাদের। শনিবার (৯ নভেম্বর) পুলিশ জানায়, মুনতাহার সন্ধানে তারা তৎপর রয়েছে।
নিখোঁজ মুনতাহা আক্তার জেরিন সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের বাসিন্দা শামীম আহমদের মেয়ে।
পরিবারসূত্রে জানা যায়, ৩ নভেম্বর সকালে মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরেন শামীম আহমদ। এরপর মুনতাহা প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে যায়। বিকেল ৩টার দিকে মেয়েকে খুঁজতে গিয়ে কোথাও সন্ধান পাননি তারা। তার খেলার সাথিরাও কিছু জানাতে পারেনি।
শামীম আহমদ বলেন, 'মেয়ে নিখোঁজের পরদিন কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। কিন্তু পুলিশ এখনও কোনো সন্ধান দিতে পারেনি।'
তিনি ধারণা করছেন, মুনতাহাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে।
শামীম আহমদ বলেন, 'মুনতাহাকে হারিয়ে পরিবারের লোকজন পাগলপ্রায়। তার মা বারবার মূর্ছা যাচ্ছেন।'
এদিকে, মুনতাহার সন্ধান দিতে এবং 'অপহরণকারীকে' ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন কয়েকজন প্রবাসী। ফেসবুকের মাধ্যমে তারা এ ঘোষণা দেন। এছাড়া ফারমিস আক্তার নামক সিলেটের এক নারী সমাজকর্মী মুনতাহার সন্ধানদাতার জন্য একটি স্বর্ণের চেইন পুরস্কার ঘোষণা করেছেন।
শিশুটির সন্ধান পেতে পুলিশ কাজ করছে জানিয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল শনিবার সন্ধ্যায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আজকেও আমাদের একটি টিম এ নিয়ে মাঠে কাজ করছে। এছাড়া গোয়েন্দা পুলিশও কাজ করছে। ইতোমধ্যে সব থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে।'
নিখোঁজের জিডির ওপর ভিত্তি করেই পুলিশ অনুসন্ধান চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, 'পরিবার যদি অপহরণের অভিযোগ এনে আইনি পদক্ষেপ নেয়, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'