অভিবাসীদের সুরক্ষায় লস অ্যাঞ্জেলেসে ‘স্যাংচুয়ারি সিটি’ আইন পাস
লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিল মঙ্গলবার (১৯ অক্টোবর) সর্বসম্মতিক্রমে 'স্যাংচুয়ারি সিটি' আইন পাস করেছে। এই আইন অনুযায়ী শহরের কোনো সম্পদ ও কর্মীকে, ফেডারেল অভিবাসন আইন কার্যকর করতে ব্যবহার করা যাবে না।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটি প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের অভিবাসীদের ব্যাপক বহিষ্কারের প্রতিশ্রুতির বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে।
আইনটি অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করে শহরের আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। কাউন্সিল সদস্য পল ক্রেকোরিয়ান বলেন, 'আমাদের অভিবাসী সম্প্রদায়ের ভয় আমরা বুঝি, এবং তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের।'
ভোটাভুটির আগে লস অ্যাঞ্জেলেস সিটি হলের সামনে অভিবাসী সমর্থকরা সমাবেশ করেন। তারা 'লস অ্যাঞ্জেলেস স্যাংচুয়ারি সিটি এখনই চাই' লেখা প্ল্যাকার্ড বহন করেন এবং স্প্যানিশ ভাষায় স্লোগান দেন, "আমরা কী চাই? স্যাংচুয়ারি। কখন চাই? এখনই।'
কাউন্সিল সদস্যদের মতে, শহরে ১৩ লাখ অভিবাসী বাস করে, তবে এদের মধ্যে কতজন বৈধভাবে প্রবেশ করেছেন তা উল্লেখ করা হয়নি।
ক্যালিফোর্নিয়া ইমিগ্রেশন পলিসি সেন্টারের ডেপুটি ডিরেক্টর শিউ-মিং চিয়ার বলেন, 'এটি এমন একটি শহর যেখানে প্রায় এক-তৃতীয়াংশ মানুষ অভিবাসী। তাই আমরা অত্যন্ত উদ্বিগ্ন।'
তিনি আরও বলেন, 'ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী জাতীয় গার্ড বা অন্য কেউ অভিবাসন বহিষ্কার করতে বাধ্য হতে পারে এমন ভয়ে মানুষ আতঙ্কিত। তবে আমরা সংগঠিত।'
অভিবাসী আইনি সংস্থান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ১১টি রাজ্য বিভিন্ন মাত্রায় ফেডারেল অভিবাসন প্রয়োগে সহযোগিতা হ্রাসের পদক্ষেপ নিয়েছে।
নির্বাচনে জয়ী ট্রাম্প ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। তার ট্রানজিশন টিম এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।