অবশেষে ছাত্রলীগের নেতৃত্ব থেকে বাদ শোভন-রাব্বানী
ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
শনিবার গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাশেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, শোভন ও রাব্বনীকে পদত্যাগ করতে বলা হয়েছে। তবে বর্তমান কমিটি থাকবে। কমিটির ১ নম্বর সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পদক যথাক্রমে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ছাত্রলীগের পরবর্তী কাউন্সিলের প্রস্তুতি নেবেন।
এ সিদ্ধান্তের ফলে ছাত্রলীগের বর্তমান কমিটির ১ নম্বর সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় সভাপতি এবং ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন।
কাদের আরও জানান, চলতি বছরের ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে।
সম্মেলনের স্থান প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগের সম্মেলন সবসময় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। এবারও সেখানেই হবে।”