স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার পরামর্শ
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময় সভায় – স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করা, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা, স্থানীয় সরকারের সব কটি নির্বাচন একই দিনে করা, রাষ্ট্রপতি নির্বাচনসহ সব নির্বাচন সরাসরি ভোটে করাসহ বিভিন্ন পরামর্শ ওঠে এসেছে।
আজ শনিবার (২৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেসরকারি টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে সংস্কার কমিশন। সেখানে এসব প্রস্তাব ওঠে আসে।
বৈঠক শেষে কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সভায় নির্বাচন সংস্কার কমিশনের কাছে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থীর নির্বাচিত না হওয়া এবং পুনরায় 'না' ভোট চালুর মতো বেশকিছু সুপারিশ করা হয়েছে। "বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি করার বিষয়ে আলোচনা হয়েছে। অনেকেই বলেছেন সব নির্বাচন প্রত্যক্ষভাবে হওয়া উচিত। এছাড়া, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে আয়োজন এবং সংসদীয় পদ্ধতি এড়িয়ে চলার পরামর্শ এসেছে।"
তিনি আরও জানান, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বিশেষত প্রবাসীদের ভোটের অন্তর্ভুক্তি নিয়ে কমিশন চিন্তাভাবনা করছে। ভোটারদের নির্দিষ্ট শতাংশ ভোট পাওয়ার শর্ত এবং 'না' ভোট পুনর্বহালের বিষয়ে সুপারিশ এসেছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ নির্বাচিত না হন, সে বিষয়েও আলোচনা হয়েছে।
এদিকে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন সংস্কার কমিশনের আরেক সদস্য ড. তোফায়েল আহমেদ।
তিনি বলেন, "নাগরিক সমাজের অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত। কারণ স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে। টেস্ট হয়ে যাবে। এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার হবে, তা নিশ্চিত হয়ে যাবে।"
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন অংশীজনদের সঙ্গে মতবিনিময় করছে। পাশাপাশি সাধারণ মানুষের মতামত নেওয়া হচ্ছে ডিজিটাল মাধ্যমে। ৩১ ডিসেম্বরের মধ্যে কমিশনের সংস্কার প্রস্তাব তৈরি করার কথা রয়েছে। এখন পর্যন্ত সংস্কার কমিশন কোনো প্রস্তাব বা সুপারিশ তৈরি করেনি।