একদল লোক পথরোধ করার পর মুন্নী সাহাকে উদ্ধার করা হয়েছে, গ্রেপ্তার নয়: পুলিশ
একদল লোক পথরোধ করে ঘিরে দাঁড়ানোর পর সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক মুন্নী সাহাকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) জুয়েল রানা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'জ্যেষ্ঠ সাংবাদিক মুন্নী সাহা এখন পুলিশের হেফাজতে রয়েছেন।'
'কারওয়ান বাজার এলাকায় একদল লোক তার পথরোধ করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে,' তিনি বলেন।
এ ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত সংবাদে বলা হয়, মুন্নী সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাত ১১টা ৪ মিনিটে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক টিবিএসকে বলেন, 'তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তবে তাকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত হয়নি।'
তবে ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।