‘শেষ দুটি ছবি আর…’ ৩৭ বছরে অবসরে যাওয়ার সিদ্ধান্ত ‘টুয়েলফথ ফেইল’ অভিনেতা বিক্রান্তের
অল্প করে খ্যাতি পাচ্ছিলেন। এমনকি বিক্রান্ত বর্তমানে তার ক্যারিয়ারের সেরা সময়টা কাটাচ্ছেন। তার সদ্য মুক্তি পাওয়া ছবি 'দ্য সবরমতী রিপোর্ট' বক্স অফিসে ভালোই ব্যবসা করছে। যদিও এর আগেই '১২ ফেল' সিনেমাটি তাকে পরিচিতি এনে দেয়। এমনকি 'সেক্টর ৩৬' ছবিটিও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। কিন্তু সেই সাফল্য উপভোগ করার আগেই অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিক্রান্ত মাসে। তাও মাত্র ৩৭ বছর বয়সেই। কিন্তু কেন?
কী ঘোষণা করলেন বিক্রান্ত?
গতকাল (সোমবার) সকালে বিক্রান্ত তার অনুরাগীদের একপ্রকার চমকে দিলেন এই ঘোষণা করে। জানিয়ে দিলেন ২০২৫ সালের পর তিনি অভিনয় জগৎ থেকে সরে যেতে চলেছেন। এদিন সেই মর্মে ইনস্টাগ্রামে একটি পোস্টও করেন অভিনেতা।
বিক্রান্ত মাসে তবে অবসর গ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়ে লেখেন, "হ্যালো, বিগত কিছু বছর দুর্দান্ত কেটেছে। আপনাদের এত সহযোগিতার জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই তাই। কিন্তু আমি জীবনে এগোতে গিয়ে বুঝেছি এবার নতুন করে শুরু করার পালা এসেছে এবং বাড়ি ফেরারও। স্বামী হিসেবে, বাবা হিসেবে, ছেলে হিসেবে। এবং অবশ্যই একজন অভিনেতা হিসেবে। তাই আগামী ২০২৫ সালে আমাদের একে অন্যের সঙ্গে শেষবার দেখা হবে। আবার যতদিন না সঠিক সময় মনে হচ্ছে। শেষ দুটো ছবি আর অনেক বছরের স্মৃতি। সবাইকে ধন্যবাদ সব কিছুর জন্য। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব।"
সূত্রের খবর অনুযায়ী বিক্রান্ত বর্তমানে দুটো কাজ করছেন। তিনি এখন যে দুটো ছবি নিয়ে ব্যস্ত সেগুলো হল 'ইয়ার জিগরি' এবং 'আঁখো কী গুস্তাখিয়া'। ফলে তিনি যে তার লেখাতেও সেই দুটো ছবির কথাই উল্লেখ করেছেন সেটা বুঝতে কারও বাকি নেই।
বিক্রান্তের সিদ্ধান্তে হতভম্ব ভক্তরা
বিক্রান্ত মাসে তার এই সিদ্ধান্তের কথা জানাতে হতভম্ব হয়ে গিয়েছেন তার অনুরাগীরা। এক ব্যক্তি লেখেন, "আপনি এমনটা কেন করবেন? আপনার মতো অভিনেতা খুব কম আছে। আমাদের আরও ভালো ছবি চাই।" অন্য ব্যক্তি লেখেন, "হঠাৎ? সব ঠিক আছে তো?" তৃতীয় ব্যক্তি লেখেন, "ভাই তুমি তোমার ক্যারিয়ারের সেরা সময় আছো। এই সিদ্ধান্ত নিও না।"