আগে আর এখন: প্রথম কোম্পানি চালুর সময় আর প্রতিষ্ঠিত হওয়ার পর কেমন এই টেক সিইওরা!
টেক বিশ্বে মার্ক জাকারবার্গই এক মাত্র ব্যক্তি নন যার পোশাক-স্টাইল সময়ের সাথে সাথে ব্যাপক পরিবর্তন হয়েছে।
বিশ্বের টেক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও) যখন কোম্পানি তৈরি করেছেন তখন থেকে এখন পর্যন্ত অনেকের চেহারাতেই উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তাদের অনেককেই আগের ছবি দেখে চেনা যাবে না।
চলুন জেনে আসা যাক তেমনই কিছু টেক নেতাদের যাদের সময়ের সাথে সাথে পোশাক-আসক, চেহারাতেও আমূল পরিবর্তন এসেছে।
জেফ বেজস
১৯৯৪ সালে জেফ বেজস ওয়াশিংটনের বেলভিউর একটি গ্যারেজ থেকে অ্যামাজন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তার পরিবর্তিত চেহারা এবং স্টাইলের জন্য তার ব্যক্তিগত সেলিব্রেটি প্রশিক্ষককে দায়ী করছেন। এছাড়া খাদ্যাভ্যাস পরিবর্তনও এর পেছনে বড় ভূমিকা রেখেছে বলে জানা গেছে।
মার্ক জাকারবার্গ
২০০৪ সালের হার্ভার্ডে পড়ার সময় মেটার সিইও মার্ক জাকারবার্গের নিজের ডর্মেটরির রুম থেকেই যাত্রা শুরু হয় ফেসুবকের।
গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য মস্তিষ্কের শক্তি বাঁচাতে জাকারবার্গ একই রকম দেখতে পোশাক পড়তেন প্রায়ই। কিন্তু সেই দিনগত হয়েছে। এখন জাকারবার্গ বিভিন্ন গ্রাফিক্সের টি-শার্ট গায়ে দেন এবং কখনো কখনো গলায় চেইন পরতেও দেখা যায়।
এছাড়া জাকারবার্গের শারীরিক পরিবর্তনের অন্যতম একটি কারণ হলো তার শখ। যেমন- তিনি ব্রাজিলিয়ান জুজুৎসু এবং এমএমএ ফাইটিং পছন্দ করেন।
মাইকেল ডেল
ইউনিভার্সিটি ড্রপ আউট হয়ে টেক উদ্যোক্তা ক্লাবের আরেক সদস্য হলেন মাইকেল ডেল।
ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন
ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেছিলেন।
ইলন মাস্ক
বাম পাশের ছবিটি ১৯৯৯ সালে তোলা। সেসময় পেপাল প্রতিষ্ঠা করেছিলেন ইলন মাস্ক।
তবে মাস্ক জানিয়েছেন, তিনি ব্যায়াম করতে পছন্দ করেন না এবং প্রায় কখনোই ব্যায়োম করেন না। তবে তার বর্তমান চেহারার পেছনের রহস্য হলো ফাস্টিং এবং ওজন কমানোর ওষুধ 'ওয়েগোভি'র ভূমিকা রয়েছে বলে উল্লেখ করা হয়।
বিল গেটস
১৯৭৫ সালে নিউ মেক্সিকোর আলবুকার্কের একটি গ্যারেজে বসে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছিলেন বিল গেটস ও পল অ্যালেন।
জ্যাক ডরসি
২০০৬ সালে টুইটার প্রতিষ্ঠা করেন জ্যাক ডরসি। টুইটারের সিইও পদ থেকে সরে গিয়ে ক্রিপ্টোকারেন্সিতে মনোযোগ দেওয়ার পর থেকে তাকে বড় দাড়িতেই দেখা গেছে সবসময়। বর্তমানে তিনি আমেরিকার টেক কোম্পানি ব্লকে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করছেন। প্রতিষ্ঠানটি আগে স্কয়ার নামে পরিচিত ছিল।
রিচার্ড ব্র্যানসন
রিচার্ড ব্র্যানসন ১৯৭০ সালে মেইল অর্ডার রেকর্ড ব্যবসা দিয়ে ভার্জিন ব্র্যান্ডের যাত্রা শুরু করেন।
বর্তমানে ৭৩ বছর বয়সেও ব্র্যানসনের দৈনন্দিন জীবনে টেনিস, সাইক্লিং এবং কাইট-সার্ফিংয়ের মতো খেলা জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে।
জ্যাক মা
২০২০ সালে চীনের অর্থনীতি নিয়ন্ত্রণ ব্যবস্থার সমালোচনা করে জনসম্মুখের আড়ালে চলে যান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। ২০২২ সালে থাইল্যান্ডে তাকে আবার প্রকাশ্যে আসেন। বর্তমানে তিনি টোকিও বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে শিক্ষকতা করছেন।
অ্যান উজসিকি
অ্যান উজসিকি ২০০৬ সালে জেনেটিক টেস্টিং কোম্পানি ২৩অ্যান্ডমি প্রতিষ্ঠা করেন।
উইটনি ওলফ হার্ড
উইটনি ওলফ হার্ড ২০১৪ সালে ডেটিং অ্যাপ বাম্বল প্রতিষ্ঠা করেন এবং গত বছর এর সিইও পদ থেকে সরে দাঁড়ান।
এভান স্পিগেল
২০১১ সালে স্ন্যাপ প্রতিষ্ঠা করেন এভান স্পিগেল। প্রতিষ্ঠানটি স্ন্যাপচ্যাটের মতো আরও অনেক সেবা দিয়ে থাকে।