গুগল বলছে রশিদ খানের স্ত্রী আনুশকা শর্মা, কিন্তু কেন?
কোনো কিছুর উত্তর মিলছে না? গুগলে সার্চ দিলেই হয়ে যাচ্ছে সমাধান। ইন্টারনেট দুনিয়ায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে গুগল সার্চ ইঞ্জিন। কিন্তু এতে বিপত্তিও আছে। অনেক সময়ই ভুল তথ্য দেখায় গুগলে। কিছুদিন আগে সার্চ ইঞ্জিনে মেসির স্কুল নিয়ে অনুসন্ধান করলে নারায়নগঞ্জের একটি স্কুলের নাম দেখিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেবতা বিষ্ণুর ১১তম রূপ বলা হচ্ছিল।
আরও একটি ভুল তথ্য দেখাচ্ছে গুগলে। যা ক্রিকেট দুনিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে। আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খানের স্ত্রীর নাম সার্চ দিলে আসছে বলিউড নায়িকা আনুশকা শর্মার নাম। যিনি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী। এরচেয়েও বড় বিস্ময় অন্যখানে, আফগান লেগ স্পিনার এখনও বিয়েই করেননি।
এই সার্চের ফলাফলে গুগল যা দেখাচ্ছে, স্বভাবতই সব ভুল। গুগল বলছে ২০১৭ সালে ১১ ডিসেম্বর রশিদ-আনুশকার বিয়ে হয়েছে। সাল, তারিখ সবই ঠিক আছে, আনুশকার নামও ঠিক আছে। তবে ওই তারিখে কোহলির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই বলিউডকন্যা। আগামী জানুয়ারিতে তাদের পরিবারে আসছে নতুন অথিতিও।
এমন সময়ে গুগল বলছে কোহলি নয়, রশিদ খানের স্ত্রী আনুশকা। এটা যে ভুল, সেটা সবারই জানা। এটা নিশ্চিত হতে গুগলের দ্বারস্থ হওয়ার দরকার হচ্ছে না কারও। তবে কেন এমন হয়েছে, সেটা নিয়ে অনেক ক্রিকেটপ্রেমীরই প্রশ্ন।
এমন ভুল হয়েছে মূলত গুগলের সার্চ ইঞ্জিনের স্বয়ংক্রিয় সিস্টেমের কারণে। গুগল ফলাফল দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিষয় বিবেচনা করে থাকে। ফলাফলের উপরের দিকে কী থাকবে, সেটা নির্ভর করে কয়েকটি বিষয়ের ওপর। যাকে নিয়ে অনুসন্ধান, তার সম্পর্কে গুগলে কী কী আছে, সেটা খুঁজে দেখা হয়।
রশিদ খানের স্ত্রী- এমন সার্চে গুগল যেসব শব্দের প্রতি জোর দিয়েছে তা হচ্ছে, রশিদ খান, বিয়ে, স্ত্রী, রশিদ খানের বিয়ে, আফগান স্পিনারের বিয়ের আগ্রহ। এই শব্দগুলোকে সমন্বয় করে ফলাফল দিচ্ছে গুগল। এই শব্দগুলোর কাছাকাছি সমন্বয়ের ওপর ভিত্তি করে আনুশকা শর্মাকে রশিদ খানের স্ত্রী বলছে গুগল।
কিছুদিন আগে রশিদ খান বলেছিলেন, বিশ্বকাপ না জিতে বিয়ে করবেন না তিনি। বিশ্বকাপ এবং বিয়ের সমন্বয় করেছে গুগল। কারণ আগামী তিন বছরে ভারতে দুটি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এরপর এক সাক্ষাৎকারে রশিদ বলেছিলেন, তার প্রিয় অভিনেত্রী আনুশকা। বিয়ে, বিশ্বকাপ ও আনুশকা; এই তিন মিলিয়ে আনুশকাকে রশিদ খানের স্ত্রী বানিয়ে দিয়েছে গুগুল!