ভারতের কেন্দ্রীয় ব্যাংকে আসছেন নতুন গভর্নর, সর্বকালের সর্বনিম্নে নামতে পারে রুপির দাম
ভারতীয় রুপির দর মঙ্গলবার সর্বকালের সর্বনিম্নে নামতে পারে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর হিসেবে শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সঞ্জয় মালহোত্রা। এর ফলেই রুপির এরকম দরপতনের সম্ভাবনা দেখা দিয়েছে।
সঞ্জয় মালহোত্রাকে নিয়োগের ফলে আগামী বছর সুদহার কমানোর আশা দেখা দিয়েছে।
১-মাসের নন-ডেলিভারেবল ফরওয়ার্ড ইঙ্গিত দিচ্ছে, আজ ডলারের বিপরীতে রুপির দাম দাঁড়াতে পারে ৮৪.৮০ থেকে ৮৪.৮২ রুপি। এর গত ৩ ডিসেম্বর প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে ৮৪.৭৩ রুপিতে পৌঁছে।
বর্তমানে ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব সচিব হিসেবে কর্মরত সঞ্জয় মালহোত্রা ১১ ডিসেম্বর থেকে তিন বছরের মেয়াদে আরবিআই গভর্নর হিসেবে দায়িত্ব নেবেন।
ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি যখন মন্থর ও মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী, সেই সময়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পেলেন তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ অনেককেই অবাক করেছে। কারণ তারা ধারণা করেছিলেন, শক্তিকান্ত দাসের মেয়াদ বাড়ানো হবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এক সঞ্জয় মালহোত্রার নিয়োগ রুপির দম ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে ৮৫.৫০-এ পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে।
তবে এই নিয়োগের ফলে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বড় কোনো পরিবর্তন আসার আশা করছে না ব্যাংকটি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, সঞ্জয় মালহোত্রা ১৯৯০ সালের আইএএস। তিনি রাজস্থান ক্যাডারের অফিসার। তিনি হবেন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের ২৬তম গভর্নর।
সঞ্জয় মালহোত্রা পড়াশোনা করেছেন আইআইটি কানপুরে, কম্পিউটার সায়েন্সে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির পাবলিক পলিসির ওপর মাস্টার্স করেন। প্রায় ৩৩ বছরের কর্মজীবনে তিনি বিদ্যুৎ, কর, তথ্যপ্রযুক্তি ও খনির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কাজ করেছেন
এর আগে সঞ্জয় মালহোত্রা ভারত সরকারের রাজস্ব সচিব হিসাবে কর্মরত ছিলেন। অর্থনীতি ও কর-সংক্রান্ত ব্যাপারে তিনি দক্ষ। কর-সংক্রান্ত নীতি তৈরির ক্ষেত্রে তার ভূমিকা উল্লেখযোগ্য। প্রত্যক্ষ ও পরোক্ষ করের নানা নীতিমালা তৈরির ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে।