কুড়িয়ে পাওয়া অর্থ ফেরত দিয়ে রোমে আলোচিত বাংলাদেশি তরুণ
রোমের রাস্তায় দু’হাজার ইউরোসহ একটি ওয়ালেট কুড়িয়ে পেলেন বাংলাদেশি তরুণ মুসান রাসেল। সেটি মালিকের কাছে ফিরিয়েও দিলেন। এরপর খুশি হয়ে ওয়ালেটের মালিক খুশি হয়ে তাকে কিছু পুরস্কার দিতে চাইলেন। কিন্তু সবিনয়ে পুরস্কারটি প্রত্যাখ্যান করেন মুসান। এরপর বাংলাদেশি এই তরুণকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় ইতালির গণমাধ্যমে। খবর বিবিসি বাংলার।
ইটালির লা রিপাবলিকা পত্রিকায় মুসানের সাক্ষাৎকার আর ছবি ছাপা হয়েছে। সেখানে তিনি সবিস্তারে বর্ণনা করেছেন পুরো ঘটনা। প্রথম যখন তিনি ওয়ালেটটি খুঁজে পান তখন কী ভেবেছিলেন সে কথাও জানতে চায় পত্রিকাটি।
সাত বছর আগে বাংলাদেশ থেকে রোমে আসেন মুসান রাসেল। রোমের রাস্তায় তিনি একটি লেদার সামগ্রীর স্টল চালান তিনি।
শুক্রবার তিনি রাস্তায় একটি ওয়ালেট পড়ে থাকতে দেখেন। এটি হাতে নিয়ে দেখতে পান ভেতরে অনেক নোট, ক্রেডিট কার্ড ও কিছু মূল্যবান কাগজপত্র রয়েছে। কিছু না ভেবেই তিনি সোজা চলে যান কাছের পুলিশ স্টেশনে। সেখানে ওয়ালেটটি তুলে দেন পুলিশের হাতে।
পুলিশ ওয়ালেটের মালিকের সঙ্গে যোগাযোগ করে তাকে সেটি ফিরিয়ে দেয়। মালিক মুসান রাসেলের সততার দৃষ্টান্তে অভিভূত হয়ে তাকে পুরস্কার দিতে চেয়েছিলেন। কিন্তু রাসের সবিনয়ে সেটিও প্রত্যাখ্যান করেন।