শুটিংয়ে ফিরে দীপিকার স্বস্তি
বৈশ্বিক মহামারি করোনার দাপটে পৃথিবীর প্রায় সব ফিল্ম ইন্ডাস্ট্রির মতো বলিউডও থমকে দাঁড়িয়েছিল। দীর্ঘ বিরতি শেষে বেশ কিছুদিন ধরেই আবারও কর্মযজ্ঞ শুরু হয়েছে উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় এই ফিল্ম ইন্ডাস্ট্রির। ক্যামেরার সামনে আবারও দাঁড়াচ্ছেন বলিউড তারকারা। দাঁড়ালেন দীপিকা পাড়ুকোনও।
সম্প্রতি নিজ দেশের গোয়া অঞ্চলে শকুন বত্রার ছবির শুট শুরু করেছেন তিনি। গত মাসেই অবশ্য শুরু হয় ছবিটির শুট। তবে সেপ্টেম্বরের শেষে বলিউডে মাদক-চক্রের তদন্তে জিজ্ঞাসাবাদ করতে দীপিকাকে মুম্বাইয়ে ডেকে নিয়েছিল এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল বুরো)। এ কারণে মাঝপথে শুটিং ছেড়ে মুম্বাইয়ে ফিরতে হয় তাকে।
অস্বস্তিকর সেই অভিজ্ঞতার পর এতদিন মুম্বাইয়েই ছিলেন এই বলিউড ললনা।
দীর্ঘ লকডাউনে প্রাত্যহিক জীবনযাপনের টুকরো ছবি পোস্ট করলেও ২০ সেপ্টেম্বরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কোনো পোস্ট নেই। তার স্বামী ও বলিউড তারকা রণবীর সিংও শেষ পোস্ট করেছেন ২১ সেপ্টেম্বর।
এরইমধ্যে জানা গেল, কয়েকদিনের বিশ্রাম শেষে দীপিকা আবারও কাজে ফিরেছেন। মানসিক প্রস্তুতি নিতে পরিচালকও ১০ দিনের বিরতি দিয়েছিলেন শুটে।
বৃহস্পতিবার সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পান্ডের সঙ্গে শুট শুরু করে দীপিকা বেশ খুশি। এর পাশাপাশি তার হাতে রয়েছে নাগ অশ্বিনের পরিচালনায় প্রভাসের বিপরীতে ছবিটি।
- সূত্র: আনন্দবাজার পত্রিকা